Thursday, August 21, 2025

‘কৃষক দরদী’ মুখ নিয়ে আজ বঙ্গে নাড্ডা, অন্নদাতাদের থেকে নেবেন ‘এক মুঠঠি চাওল’

Date:

দিল্লিতে প্রচণ্ড ঠান্ডায় কৃষকদের নজিরবিহীন আন্দোলনের মাঝেই শনিবার বাংলার কৃষকদের(Farmer) মন জয় করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি(BJP president) জেপি নাড্ডা(JP Nadda)। বাংলার ধানের গোলা হিসেবে পরিচিত বর্ধমানে রাখা হয়েছে তার একগুচ্ছ কর্মসূচি। সরকারের কৃষক দরদী মুখ প্রতিষ্ঠা করতে শনিবার বর্ধমানে ৫ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে চাল সংগ্রহ করবেন তিনি।

বিজেপি সূত্রে খবর, শনিবার সকাল ১১ টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে(Andal airport) পৌঁছবেন জেপি নাড্ডা। সেখান থেকে সোজা যাবেন কাটোয়ায়। সেখানে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার। এরপর ১১টা ৫০ নাগাদ কাটোয়ার জগদানন্দপুরে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই কর্মসূচিতেই গ্রামের পাঁচ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে চাল সংগ্রহ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুপুর একটায় কৃষক পরিবারে খাওয়া দাওয়া সেরে ৩টে নাগাদ সেখান থেকে চলে আসবেন বর্ধমান শহরে। সেখানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো রয়েছে নাড্ডার। সেখান থেকে হোটেলে ফিরে রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। এরপর করবেন সাংবাদিক সম্মেলন। সাড়ে ৭ টা নাগাদ ফের অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপি নেতা।

আরও পড়ুন:মহারাষ্ট্রের হাসপাতালে আগুন লেগে ঝলসে মারা গেল ১০ নবজাতক!

তবে নাড্ডার এই সভাকে কেন্দ্র করে ব্যাপক সতর্ক রাজ্য বিজেপি থেকে প্রশাসন। গত ১০ ডিসেম্বর তার কনভয়ে যে হামলার ঘটনা ঘটে তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য নিরাপত্তার বলয় তৈরি হয়েছে তার সমস্ত কর্মসূচিতে। ওই রাজনৈতিক কর্মসূচিতে কোনরকম জটলা যাতে না হয় তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনকে। নজরদারি চালানোর জন্য তৈরি হয়েছে বিজেপিও। দলীয় সূত্রে খবর, ৪০০ জনের একটি টিম তৈরি করা হয়েছে বিভিন্ন বয়সের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। তারা সকাল থেকেই কাটোয়া সভাস্থল এবং বর্ধমানের যে রাস্তায় রোডশো হবে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন কোথাও সন্দেহজনক কিছু নজরে পড়লে সঙ্গে সঙ্গে জেলা নেতৃত্বকে জানাবেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version