Thursday, August 21, 2025

‘কৃষক দরদী’ মুখ নিয়ে আজ বঙ্গে নাড্ডা, অন্নদাতাদের থেকে নেবেন ‘এক মুঠঠি চাওল’

Date:

দিল্লিতে প্রচণ্ড ঠান্ডায় কৃষকদের নজিরবিহীন আন্দোলনের মাঝেই শনিবার বাংলার কৃষকদের(Farmer) মন জয় করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি(BJP president) জেপি নাড্ডা(JP Nadda)। বাংলার ধানের গোলা হিসেবে পরিচিত বর্ধমানে রাখা হয়েছে তার একগুচ্ছ কর্মসূচি। সরকারের কৃষক দরদী মুখ প্রতিষ্ঠা করতে শনিবার বর্ধমানে ৫ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে চাল সংগ্রহ করবেন তিনি।

বিজেপি সূত্রে খবর, শনিবার সকাল ১১ টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে(Andal airport) পৌঁছবেন জেপি নাড্ডা। সেখান থেকে সোজা যাবেন কাটোয়ায়। সেখানে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার। এরপর ১১টা ৫০ নাগাদ কাটোয়ার জগদানন্দপুরে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই কর্মসূচিতেই গ্রামের পাঁচ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে চাল সংগ্রহ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুপুর একটায় কৃষক পরিবারে খাওয়া দাওয়া সেরে ৩টে নাগাদ সেখান থেকে চলে আসবেন বর্ধমান শহরে। সেখানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো রয়েছে নাড্ডার। সেখান থেকে হোটেলে ফিরে রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। এরপর করবেন সাংবাদিক সম্মেলন। সাড়ে ৭ টা নাগাদ ফের অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপি নেতা।

আরও পড়ুন:মহারাষ্ট্রের হাসপাতালে আগুন লেগে ঝলসে মারা গেল ১০ নবজাতক!

তবে নাড্ডার এই সভাকে কেন্দ্র করে ব্যাপক সতর্ক রাজ্য বিজেপি থেকে প্রশাসন। গত ১০ ডিসেম্বর তার কনভয়ে যে হামলার ঘটনা ঘটে তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য নিরাপত্তার বলয় তৈরি হয়েছে তার সমস্ত কর্মসূচিতে। ওই রাজনৈতিক কর্মসূচিতে কোনরকম জটলা যাতে না হয় তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনকে। নজরদারি চালানোর জন্য তৈরি হয়েছে বিজেপিও। দলীয় সূত্রে খবর, ৪০০ জনের একটি টিম তৈরি করা হয়েছে বিভিন্ন বয়সের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। তারা সকাল থেকেই কাটোয়া সভাস্থল এবং বর্ধমানের যে রাস্তায় রোডশো হবে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন কোথাও সন্দেহজনক কিছু নজরে পড়লে সঙ্গে সঙ্গে জেলা নেতৃত্বকে জানাবেন।

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version