Sunday, August 24, 2025

‘বিনামূল্যে করোনা টিকা’, মমতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব মালব্য

Date:

আগামী ১৬ জানুয়ারি থেকে প্রথম দফায় দেশজুড়ে শুরু হবে করোনা টিকাকরণ(Corona vaccine) অভিযান। সম্প্রতি এ প্রসঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছেন বিনামূল্যে তার সরকার প্রতিটি রাজ্যবাসীর কাছে করোনা টিকা পৌঁছে দেবে। বিনামূল্যে এই টিকা করণকে কেন্দ্র করেই এবার রাজ্যে শুরু হলো রাজনৈতিক চাপানউতোর। এহেন দাবি করার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী কে মিথ্যেবাদী বলে টুইটারে সরব হলেন রাজ্যবিজেপির অন্যতম সহ পর্যবেক্ষক কথা আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য(Amit Malviya)।

রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে রাজ্যের পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে লেখা মুখ্যমন্ত্রী সেই চিঠি এদিন তুলে ধরেন অমিত মালব্য। যেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।’ চিঠি টিকে তুলে ধরে তৃণমূল সরকারকে তোপ দেগে বিজেপি নেতা লেখেন, ‘পিসির কোভিড মোকাবিলার ব্যবস্থা ভয়ঙ্কর ছিল। চিকিৎসক, পুলিশ সবাই মুখ্যমন্ত্রীর নিষ্ক্রীয়তার প্রতিবাদ করেছিল। এখন যখন কেন্দ্রীয় সরকার করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা দেশের তিন কোটি করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে তখন বাহবা নিতে ঝাঁপিয়ে পড়েছেন পিসি।’

আরও পড়ুন:রানাঘাটে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি শেষ পর্যায়ে

পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, ‘মিথ্যা প্রচার থেকে মুখ্যমন্ত্রীকে বিরত করা যাচ্ছে না। করোনা যোদ্ধাদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু তৃণমূল কর্মীরা পোস্টার দিয়ে বলছেন দিদি ঘোষণা করেছেন আমাদের রাজ্যের সকলে নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে। নির্লজ্জতার কোনও সীমা নেই…।’

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version