Sunday, November 9, 2025

ঐতিহাসিক পদক্ষেপ, বিপর্যয় সামলাতে দেশ পেল প্রথম মহিলা NDRF টিম

Date:

কর্ম দক্ষতার দিক থেকে শুধু পুরুষ নন মহিলারাও কৃতিত্বের দাবিদার। অতীতের পুরনো মিথ ভেঙে ক্রমশ সামনের সারিতে উঠে আসছেন দেশের মহিলারা। দেশের প্রায় সমস্ত ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বহু মহিলা আধিকারিক। সেই ধারা অব্যাহত রেখে এবার ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দলে পুরুষদের পাশাপাশি জায়গা করে নিলেন মহিলারাও। বিপর্যয় মোকাবিলা দল বা NDRF এই প্রথমবার পেল কোনও মহিলা টিম।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত কয়েক মাসে সারা দেশ থেকে ১০০ জনেরও বেশি মহিলা বিপর্যয় মোকাবিলা দলে যোগদান করেছেন। যোগদান পর্ব এখনও চলছে। শীঘ্রই সংখ্যাটা ২০০ পৌঁছে যাবে। NDRF-এর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানান, প্রশিক্ষণ পর্ব শেষ করার পর ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে একটি দল। উত্তরপ্রদেশে গঙ্গায় উদ্ধার কাজের জন্য নিযুক্ত করা হয়েছে এই দলটিকে। নদীতে কোনওরকম দুর্ঘটনায় উদ্ধারকাজ সামাল দেওয়ার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ নৌকোয় গঙ্গায় টহল দেবেন তারা। প্রসঙ্গত, এতদিন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে শুধুমাত্র পুরুষদেরই নিয়োগ করা হতো। তবে সাম্প্রতিক সময়ে মহিলা(Woman) ও শিশুদের উদ্ধারের ক্ষেত্রে মহিলাদের প্রয়োজনীয়তা অনুভব করেছে শীর্ষ আধিকারিকরা। সেই ভাবনা থেকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত(Historic decision) বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরালে বাতিল হতে পারে নার্সিংহোমের লাইসেন্স: মমতা

উল্লেখ্য বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে মহিলাদের কনস্টেবল ও অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। শীঘ্রই পুরুষদের সঙ্গে সব বিভাগেই এবার দেখা যাবে তাদের। এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের সব মিলিয়ে মোট ১২ ব্যাটেলিয়ান এনডিআরএফ মোতায়েন রয়েছে।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version