Monday, May 5, 2025

ডাবগ্রাম-ফুলবাড়িতে লাল ঝান্ডার প্রচারে স্বস্তি গৌতম দেবের, কটাক্ষ বামেদের

Date:

ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় সিপিএমের (CPIM) ভোটের প্রচার শুরু হওয়ায় স্বস্তিতে সেখানকারই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব (Goutam Deb)। সোমবার শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন গৌতম দেব (Goutam Deb)। তিনি বলেন, গত লোকসভা ভোটে তো সিপিএমের (CPIM) অস্তিত্ব অনেক জায়গায় ছিল বলে মনেই হয় না। শিলিগুড়ি মডেলের নামে তৃণমূলের (TMC) বিরুদ্ধে সব দলকে জোটবদ্ধ করা হয়েছিল। কখনও বলা হয়নি শিলিগুড়ি মডেলে মাইনাস বিজেপি (BJP)। এবার লাল পতাকা দেখে তাই ভাল লাগছে।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, গৌতম দেবের এ কথা বলার কারণ হল, আগামী বিধানসভা ভোটে তাঁর নির্বাচনী ক্ষেত্র ডাবগ্রাম-ফুলবাড়িতে সিপিএমের ভোট যাতে বিজেপির দিকে চলে না যায় তা তিনি নিশ্চিত করতে চাইছেন। কারণ, হিসেব বলছে, গত লোকসভা ভোটে ওই বিধানসভায় বিজেপি তৃণমূলের চেয়ে এগিয়েছিল। এমনকী, অতীতে সিপিএম যে ভোট ওই বিধানসভায় পেয়েছে তার চেয়ে অনেক কম ভোট গত লোকসভা ভোটে সেখানে বামেদের ঝুলিতে গিয়েছে।

যদিও বাম নেতাদের তরফে কয়েকজন জানান, গৌতম দেবের ভাবমূর্তি এবং কাজ যদি ভাল হয়ে থাকে তা হলে তাঁর তৃতীয়বার জেতা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। ওই বাম নেতাদের কয়েকজন মনে করেন, গৌতমবাবু নিজে জেতার ব্যাপারে অনিশ্চিত বলেই সিপিএমের ভোটের উপরে নির্ভর করতে চাইছেন। এক বাম নেতা জানান, যদি সত্যিকারের কাজ করে থাকেন তা হলে গৌতম দেব সিপিএমের ভোট কোন দিকে যাবে তা নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করছেন কেন সেটাই তো বোধগম্য নয়।

আরও পড়ুন- দেশের প্রথম ১০ কোটির জন্য করোনা টিকা কোভিশিল্ডের ভায়াল ২০০ টাকায়

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version