Monday, May 5, 2025

সিডনি টেস্ট জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার ৩০৯ রান। এই অবস্থায় পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত শুরুতেই ধাক্কা খেল। যদিও ধাক্কা সামলে প্রথম সেশনে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
পঞ্চম দিনের লাঞ্চে ভারত শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলেছে। প্রথম সেশনে তারা যোগ করে ১০৮ রান। জয়ের জন্য ভারতের দরকার আরও ২০১ রান। ঋষভ পন্ত পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭৩ রানে অপরাজিত রয়েছেন। ৯৭ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। চেতেশ্বর পূজারা ব্যাট করছেন ৪১ রান করে। ১৪৭ বলের ইনিংসে তিনি ৫টি চার মেরেছেন।

৩৬তম ওভারে ন্যাথন লিয়ঁর চতুর্থ বলে শর্ট লেগে ম্যাথিউ ওয়েডের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ১৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ১০২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে আসেন ব্যাটসম্যান ঋষভ পন্ত।
৫৩তম ওভারে চতুর্থ উইকেটে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করার পাশাপাশি ভারতকে ১৫০ রানের গণ্ডিও পার করান পন্ত-পূজারা। ৫৩ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৫২/৩।
৫৭তম ওভারের প্রথম দু’টি বলে ন্যাথন লিয়ঁকে দু’টি ছক্কা মারেন পন্ত। তৃতীয় বলে সিঙ্গল নিয়ে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৬৪ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান ঋষভ।
শেষপর্যন্ত ব্যক্তিগত শতরানের ঠিক দোরগোড়ায় আউট হয়ে বসলেন ঋষভ পন্ত। ৮০তম ওভারে লিয়ঁর প্রথম বলে কামিন্সের হাতে ধরা পড়ে যান তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ৯৭ রান করেন পন্ত। ভারত ২৫০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে এসেছেন হনুমা বিহারী।

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version