Thursday, August 21, 2025

সিডনি টেস্ট জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার ৩০৯ রান। এই অবস্থায় পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত শুরুতেই ধাক্কা খেল। যদিও ধাক্কা সামলে প্রথম সেশনে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
পঞ্চম দিনের লাঞ্চে ভারত শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলেছে। প্রথম সেশনে তারা যোগ করে ১০৮ রান। জয়ের জন্য ভারতের দরকার আরও ২০১ রান। ঋষভ পন্ত পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭৩ রানে অপরাজিত রয়েছেন। ৯৭ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। চেতেশ্বর পূজারা ব্যাট করছেন ৪১ রান করে। ১৪৭ বলের ইনিংসে তিনি ৫টি চার মেরেছেন।

৩৬তম ওভারে ন্যাথন লিয়ঁর চতুর্থ বলে শর্ট লেগে ম্যাথিউ ওয়েডের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ১৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ১০২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে আসেন ব্যাটসম্যান ঋষভ পন্ত।
৫৩তম ওভারে চতুর্থ উইকেটে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করার পাশাপাশি ভারতকে ১৫০ রানের গণ্ডিও পার করান পন্ত-পূজারা। ৫৩ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৫২/৩।
৫৭তম ওভারের প্রথম দু’টি বলে ন্যাথন লিয়ঁকে দু’টি ছক্কা মারেন পন্ত। তৃতীয় বলে সিঙ্গল নিয়ে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৬৪ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান ঋষভ।
শেষপর্যন্ত ব্যক্তিগত শতরানের ঠিক দোরগোড়ায় আউট হয়ে বসলেন ঋষভ পন্ত। ৮০তম ওভারে লিয়ঁর প্রথম বলে কামিন্সের হাতে ধরা পড়ে যান তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ৯৭ রান করেন পন্ত। ভারত ২৫০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে এসেছেন হনুমা বিহারী।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version