এবার রীতিমতো বিনয়ী তৃণমূল নেতা মদন মিত্র। রবিবার বাঁকুড়ার বড়জোড়ার সভায় অন্য মদন মিত্রকে প্রত্যক্ষ করলেন কর্মী সমর্থকরা । তিনি বলেন, ‘দলের নেতা-কর্মীদের ভুলের জন্য প্রয়োজনে সমস্ত রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইব’।
এরই পাশাপাশি এদিন, বিজেপি ও শুভেন্দু অধিকারীকেও ফের আক্রমণ করেছেন মদন মিত্র।রবিবার তিনি বলেন, ‘নাড্ডাদের জন্য গাড্ডা তৈরি হচ্ছে বাংলায়। বিজেপি জিতলে আপনার বাড়িতে আপনাকেই থাকতে দেবে না। সিএএ, এনআরসির অজুহাতে অসমের মতো এরাজ্যের গরীব মানুষের জমি লুঠ করবে’। 
এরপরেই রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে মদনবাবু বলেন, ‘আমাদের উপর রাগ থাকলেও তৃণমূলের উপর অভিমান করবেন না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা চাইব’।