Wednesday, August 20, 2025

এটাও এক ধরনের পাবলিক টয়লেট। কিন্তু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র মহিলারা। বিশেষত যাঁরা ঋতুমতী হয়েছেন। অর্থাৎ পিরিয়ড টয়লেট। ঋতুকালীন সময়ে অনেক মহিলাই খুব সমস্যায় পড়েন। সে কথা মাথায় রেখে মহারাষ্ট্রের ঠানের এক পাবলিক টয়লেটে মহিলাদের জন্য তৈরি করা হল পিরিয়ড রুম। এই পিরিয়ড রুম থেকে মহিলারা উৎকৃষ্ট স্যানিটারি সুযোগ সুবিধে পাবেন।

পাবলিট টয়লেটে এই ধরনের পরিষেবা গোটা দেশের মধ্যে এই প্রথম বলে দাবি করেছে স্থানীয় পুর প্রশাসন।  এই পিরিয়ড রুমে টয়লেট, জেট স্প্রে, টয়লেট রোল হোল্ডার, সাবান, সব সময় জল ও ডাস্টবিন থাকবে। থানে পুরসভা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা প্রদান করছে। এটি খুলে দেওয়া হয়েছে গত সোমবার থেকে। ওয়াগলে এস্টেট এলাকার শান্তি নগরের একটি বস্তিতে। টয়লেটের বাইরের দেওয়ালে আঁকা হয়েছে নানা রঙের ছবি। তাতে ঋতুকালীন পরিচ্ছন্নতা ও সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মূলত যে সব মহিলারা বস্তিতে থাকেন, যাঁদের  স্নানের জন্য পৃথক ব্যবস্থা নেই তাঁদের জন্য এই ব্যবস্থা। এই পিরিয়ড রুম তৈরি করতে খরচ পড়েছে  ৪৫,০০০ টাকা। গোটা থানে শহরের মোট ১২০টি পাবলিক টয়লেট রয়েছে। সব কটিতেই এই ব্যবস্থা চালু হবে স্থনীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version