হুমকি ফোন! থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

ফের তৃণমূল (TMC) সাংসদ (MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) হুমকি দিয়ে ফোন। ইতিমধ্যেই কালীঘাট থানায় (Kalighat PS) অভিযোগ দায়ের করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। গতকাল, সোমবার সন্ধ্যায় আচমকা কল্যাণবাবুর কাছে একটি ফোন আসে। এবং ফোনের ওপার থেকে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ পাওয়ার পর মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে কালীঘাট থানার পুলিশ।

আরও পড়ুন:‘আয়ুষ্মান’ নয়, ‘স্বাস্থ্যসাথী’-তেই আস্থা দিলীপ ঘোষের পরিবারের

যদিও এই প্রথমননয়। আগেও তাঁকে ফোনে হুমকি দেওয়ার একাধিকবার অভিযোগ তুলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। বছর চারেক আগে কল্যাণের দিল্লির নম্বরে একটি উড়ো ফোন আসে বলে অভিযোগ উঠেছিল। সে সময় লালবাজারে বিষয়টি জানানো হয়। সোমবার সন্ধ্যার ঘটনায় কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।