Friday, August 29, 2025

আগামী ২০ জানুয়ারি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের শপথে আর যাতে কোনও অনর্থ না ঘটে সেজন্য জরুরি অবস্থা (emergency) ঘোষণা করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (donald trump)। দেশের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই নির্দেশ বলবৎ হয়েছে গতকাল সোমবার থেকেই। জরুরি অবস্থা জারি থাকবে ২৪ জানুয়ারি পর্যন্ত। ট্রাম্পের ঘোষণা অনুসারে, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এই সময়কালে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বিক সমন্বয় রক্ষা করে চলবে।

প্রসঙ্গত, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের (joe biden) শপথ গ্রহণের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা জায়গায় ফের সশস্ত্র বিক্ষোভ হওয়ার পূর্বাভাস রয়েছে। ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলের মত হিংসার (violence) ঘটনা আবার ঘটাতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। আর এই আশঙ্কার খবর পাওয়ার পরই বাড়তি তৎপর হয়েছে মার্কিন প্রশাসন। জরুরি অবস্থার মধ্যে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার জো বাইডেন সাংবাদিকদের বলেন, মার্কিন ক্যাপিটলের বাইরে শপথ নিতে তিনি আদৌ শঙ্কিত নন। বাইডেনের এই মন্তব্যের পর মনে করা হচ্ছে তিনি এবং কমলা হ্যারিস ক্যাপিটল ভবনের বাইরেই শপথ নেবেন। গত সপ্তাহে ক্যাপিটল ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থকরা। ওই সশস্ত্র হামলায় এখনও পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছে। বেনজির এই হিংসায় মদত দেওয়ার অভিযোগে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করেছে ডেমোক্র্যাটরা।

আরও পড়ুন-ভোটে হারলে বিজেপি কর্মীরা ট্রাম্প-ভক্তদের মতো এখানে হামলা করতে পারে: মমতা

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version