ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ

ভারতীয় টিম যেন মিনি হাসপাতাল। রবীন্দ্র জাদেজা( ravidra jadeja) , হনুমা বিহারীর( hanuma vihari) পর এবার চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ ( Jaspirt bumrah)। পেটে ব‍্যথার কারণে ব্রিসবেন টেস্টে ( brisbane test) পাওয়া যাবে না তাকে।

ভারতীয় টিম ( india team) এখন যেন একেবারের মিনি হাসপাতাল। চোটের কারণে একের পর এক ক্রিকেটার ছিটকে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ( india vs Australia )টেস্ট সিরিজ থেকে। তৃতীয় টেস্টে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান জাদেজা। এরপর তৃতীয় টেস্টে হ‍্যামস্ট্রিং চোট তৃতীয় টেস্টের নায়ক সম্ভব হনুমা বিহারী অনিশ্চিত হয়ে পরেন ব্রিসবেন টেস্টে। দু-সপ্তাহের জন‍্য পাওয়া যাবে না তাকে। সম্ভবত ইংল‍্যান্ড সিরিজেও পাওয়া যাবে না তাকে।

মঙ্গলবার বিসিসিআইয়ের ( bcci) হয়ে তরফ থেকে একটি সংবাদ সংস্থাকে জানানো হয়,” ফিল্ডিং করার সময় পেটে টান লাগে বুমরাহর। সেই জন‍্য ব্রিসবেন টেস্টে পাওয়া যাব না তাকে। তবে ইংল‍্যান্ড সিরিজে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস