Thursday, August 21, 2025

সুযোগ পেলে আমিও স্বাস্থ্যসাথীর কার্ড করবো’, অন্য সুরে দিলীপ ঘোষ

Date:

“আমি স্বাস্থ্যসাথীর বিরোধী নই৷ সুযোগ পেলে আমিও তো ওই কার্ড করবো”৷

বিস্মিত হলেও সত্যি,
বিজেপির রাজ্য সভাপতি
দিলীপ ঘোষ (Dilip ghosh) এ কথাই বলেছেন৷ দিলীপবাবুর ভাই এবং তাঁর পরিবারের অনেকেই রাজ্য সরকারের প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ কার্ড
(swasthyasathicard)
করানোয় রাজনৈতিক তথা বিজেপি ( bjp) মহলে নানা প্রশ্ন উঠেছে৷ তৃণমূলের(tmc) কটাক্ষেরও শিকার হতে হচ্ছে দিলীপ ঘোষকে।

ঠিক এই পরিস্থিতিতেই এবার কিছুটা অন্য সুর শোনা গেল মেদিনীপুরের সাংসদের গলায়। দিলীপবাবু স্পষ্টই বলেছেন, তিনি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধী নন! তাঁর পরিবারের সদস্যদের স্বাস্থ্যসাথী কার্ড করানো নিয়ে এদিন প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, ‘‘আমি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধিতা করছি না। করিওনি৷ আমি সরকারের প্রতারণার বিরোধিতা করছি। স্বাস্থ্যসাথী কার্ড করার সুযোগ পেলে আমিও করব।’’

অবশ্য এর পাশাপাশি দিলীপ ঘোষ নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “কার্ড পেলেন অথচ সুযোগ পেলেন না, তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড মাথায় নিয়ে শুয়ে থাকলে কি জ্বর কমবে? এটাই তো প্রতারণা৷”

প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের পৈতৃক বাড়ি গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে। ওনার
মা, ভাই-সহ পরিবারের সদস্যরা সেখানেই থাকেন। দিলীপ-ভ্রাতা হীরক ঘোষ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক বিজেপির মণ্ডল সভাপতি। খুড়তুতো ভাই সুকেশ ঘোষ ওই জেলার বিজেপির সহ-সভাপতি। এনারা সবাই সম্প্রতি স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড করিয়েছেন৷ অথচ এনারাই এই প্রসঙ্গে বারবার রাজ্যকে নিশানাও করেছেন৷ বঙ্গ-বিজেপির শীর্ষ নেতার পরিবারের সদস্যদের এই কার্ডের লাইনে নজরে পড়তেই নানারকম আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সে বিষয়েই এবার মুখ খুললেন দিলীপ ঘোষ৷

আরও পড়ুন:শনিবার থেকে পিজি এবং ন্যাশনাল মেডিক্যালে ভ্যাক্সিন দেওয়া শুরু হবে

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version