Monday, August 25, 2025

মানহানির মামলার পথে কুণাল, মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণের হিম্মত হবে শোভনের?

Date:

শোভন চট্টোপাধ্যায় ( sovan chatterjee) বনাম কুণাল ঘোষ ( kunal ghosh) সংঘাত তুঙ্গে। মঙ্গলবার রাতে এবিপি আনন্দ ( abp ananda) চ্যানেলে শোভনকে আবার ধুয়ে দিলেন কুণাল। বললেন, শোভনের বিরুদ্ধে মানহানির মামলা করব। সঞ্চালক সুমন দেকে ( suman dey) বললেন, শোভনের সঙ্গে মুখোমুখি বসাও। যার যা কথা সবাই শুনুক।

ঘটনার সূত্রপাত সোমবার।
কুণালের রাজনৈতিক যুক্তির জবাব দিতে না পেরে তাঁকে ব্যক্তিগত আক্রমণের পথে যান শোভন এবং তাঁর সর্বক্ষণের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ( baishakhi banerjee)।

এরপর মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে বোমা ফাটান কুণাল ঘোষ। আইকোরকর্তা অনুকূল মাইতির সঙ্গে শোভনের বক্তৃতার ছবি দেখিয়ে শোভনের গ্রেপ্তার দাবি করেন তিনি। সঙ্গে আরও একগুচ্ছ অভিযোগ এবং বৈশাখীকে মৃদু কটাক্ষ। সেই ছবি এবং যুক্তির ঝাঁঝে কেঁপে ওঠে রাজ্য রাজনীতি। সর্বত্র তুলকালাম শুরু হয়।

এর জবাব দিতে নিজের ফ্ল্যাটে কিছু সংবাদমাধ্যমকে ডাকেন শোভন। তিনি তো আবার একা কিছু পারেন না। সঙ্গে বিয়েবাড়ির সাজগোজে বৈশাখীও বসেন।
একের পর এক অসংলগ্ন ভুলভাল বলে যান শোভন। কুণালকে আক্রমণ করেন সবরকমভাবে। সারদা নিয়ে গল্প ফাঁদেন। রাগের চোটে একবার কুণালকে ” ক্রিমিনাল” বলেন। আরও বলেন,” কুণাল আমাকে ফাঁসাতে চেষ্টা করেছিল।”

রাতে এবিপি আনন্দে ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেও ছিল এই তরজার বিষয়।
শোভনের আক্রমণ দেখে কুণাল তো হেসেই খুন। তিনি বলেন,” শোভন আবোলতাবোল বকেছেন। ওর বিরুদ্ধে মানহানির মামলা করব। এবিপি আনন্দকে অনুরোধ করছি ওর কথার ফুটেজ পেতে আমাকে সাহায্য করুন।” কুণাল আরও বলেন,” শোভনদা আমার কথা যদি উপেক্ষা করত আলাদা কথা। কিন্তু অবান্তর উত্তরও যখন দিচ্ছে, বাড়িতে বসে দিচ্ছে কেন? স্টুডিওতে মুখোমুখি হোক। সুমন, ওকে ডাকো। আমি তৈরি। যার যা বলার সামনাসামনি হোক।”

সুমন দে তাতে ইতিবাচক সাড়া দেন।
এখন দেখার, কুণালের এই মুখোমুখি বসার চ্যালেঞ্জ গ্রহণের হিম্মত শোভন দেখাতে পারেন কি না।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version