Thursday, August 28, 2025

মানহানির মামলার পথে কুণাল, মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণের হিম্মত হবে শোভনের?

Date:

শোভন চট্টোপাধ্যায় ( sovan chatterjee) বনাম কুণাল ঘোষ ( kunal ghosh) সংঘাত তুঙ্গে। মঙ্গলবার রাতে এবিপি আনন্দ ( abp ananda) চ্যানেলে শোভনকে আবার ধুয়ে দিলেন কুণাল। বললেন, শোভনের বিরুদ্ধে মানহানির মামলা করব। সঞ্চালক সুমন দেকে ( suman dey) বললেন, শোভনের সঙ্গে মুখোমুখি বসাও। যার যা কথা সবাই শুনুক।

ঘটনার সূত্রপাত সোমবার।
কুণালের রাজনৈতিক যুক্তির জবাব দিতে না পেরে তাঁকে ব্যক্তিগত আক্রমণের পথে যান শোভন এবং তাঁর সর্বক্ষণের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ( baishakhi banerjee)।

এরপর মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে বোমা ফাটান কুণাল ঘোষ। আইকোরকর্তা অনুকূল মাইতির সঙ্গে শোভনের বক্তৃতার ছবি দেখিয়ে শোভনের গ্রেপ্তার দাবি করেন তিনি। সঙ্গে আরও একগুচ্ছ অভিযোগ এবং বৈশাখীকে মৃদু কটাক্ষ। সেই ছবি এবং যুক্তির ঝাঁঝে কেঁপে ওঠে রাজ্য রাজনীতি। সর্বত্র তুলকালাম শুরু হয়।

এর জবাব দিতে নিজের ফ্ল্যাটে কিছু সংবাদমাধ্যমকে ডাকেন শোভন। তিনি তো আবার একা কিছু পারেন না। সঙ্গে বিয়েবাড়ির সাজগোজে বৈশাখীও বসেন।
একের পর এক অসংলগ্ন ভুলভাল বলে যান শোভন। কুণালকে আক্রমণ করেন সবরকমভাবে। সারদা নিয়ে গল্প ফাঁদেন। রাগের চোটে একবার কুণালকে ” ক্রিমিনাল” বলেন। আরও বলেন,” কুণাল আমাকে ফাঁসাতে চেষ্টা করেছিল।”

রাতে এবিপি আনন্দে ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেও ছিল এই তরজার বিষয়।
শোভনের আক্রমণ দেখে কুণাল তো হেসেই খুন। তিনি বলেন,” শোভন আবোলতাবোল বকেছেন। ওর বিরুদ্ধে মানহানির মামলা করব। এবিপি আনন্দকে অনুরোধ করছি ওর কথার ফুটেজ পেতে আমাকে সাহায্য করুন।” কুণাল আরও বলেন,” শোভনদা আমার কথা যদি উপেক্ষা করত আলাদা কথা। কিন্তু অবান্তর উত্তরও যখন দিচ্ছে, বাড়িতে বসে দিচ্ছে কেন? স্টুডিওতে মুখোমুখি হোক। সুমন, ওকে ডাকো। আমি তৈরি। যার যা বলার সামনাসামনি হোক।”

সুমন দে তাতে ইতিবাচক সাড়া দেন।
এখন দেখার, কুণালের এই মুখোমুখি বসার চ্যালেঞ্জ গ্রহণের হিম্মত শোভন দেখাতে পারেন কি না।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version