নেপালের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনও সমঝোতা নয়, মন্তব্য প্রধানমন্ত্রী ওলির

ভারত-চিনের সঙ্গে একাধিক বিষয়ে চুক্তি থাকলেও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনও সমঝোতা করবে না নেপাল। বিদেশমন্ত্রী প্রদীপ গেওয়ালির (Pradeep Gyawali) ভারত সফরের ঠিক দু’দিন আগে এই মন্তব্য করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

১৪ জানুযারি ভারতে আসছেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গেওয়ালি (Pradeep Gyawali)। মনে করা হচ্ছে, নেপালের সঙ্গে সীমান্ত নিয়ে যে বিবাদ লেগেছে, নয়াদিল্লি তা মেটানোর বিষয়ে আলোচনা করবে। এই অবস্থায় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় কেপি শর্মা ওলি (K P Sharma Oli) বলেন, আমরা চিন বা ভারতের কোনও জায়গা দাবি করব না। কিন্তু নিজেদের জায়গার বিষয়ে আমরা নিশ্চয় আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলব। চিন বা ভারতের সঙ্গে যতই আমাদের সম্পর্ক থাকুক দেশের সার্বভৌমত্বের বিষয়ে আমরা কোনও সমঝোতা করব না।’

আরও পড়ুন- নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাঁচ বাংলাদেশী রোহিঙ্গাকে গ্রেফতার করল রেল পুলিশ

Advt

Previous articleনিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাঁচ বাংলাদেশী রোহিঙ্গাকে গ্রেফতার করল রেল পুলিশ
Next articleব্রেকফাস্ট নিউজ