Thursday, August 21, 2025

‘বাংলা-ইউপিতে বিজেপিকেই সাহায্য করবেন ওয়েইসি’, বলেই দিলেন সাক্ষী মহারাজ

Date:

এতদিন একতরফা অভিযোগ ছিলো, হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) AIMIM বিজেপির বি-টিম, বিজেপির স্বার্থই রক্ষা করে৷

এবার বোধহয় মেঘ কাটতে চলেছে৷ বিজেপি (BJP) সাংসদ সাক্ষী মহারাজ (Sakshi Maharaj) খোলাখুলিই
স্বীকার করে নিলেন, ওয়েইসির AIMIM আসলে বিজেপির বি-টিম।

‘বিজেপির দোসর মিম’, দেশের ধর্মনিরপেক্ষ দলগুলির আনা এই অভিযোগ এবার কার্যত স্বীকার করে নিলেন গেরুয়া-সাংসদ সাক্ষী মহারাজ৷ বিজেপির এই সাংসদ বলেছেন, ”ঈশ্বরের আশীর্বাদে ওয়েইসি আমাদের উত্তরপ্রদেশ এবং বাংলা জয়ে সাহায্য করবেন।”
বিহার ভোটে সাফল্য পাওয়ার দিনই ওয়াইসি একুশের নির্বাচনে বাংলায় লড়াই করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই লক্ষ্যে দুই রাজ্যের ছোট ছোট দলগুলির সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছেন আসাদউদ্দিন ওয়েইসি৷ ওদিকে উত্তরপ্রদেশ বা বাংলার ভোটে AIMIM-এর হাজিরা বিজেপিকে একেবারেই বিপাকে ফেলছে না। বরং এই রাজ্যগুলিতে AIMIM-এর উপস্থিতিতে লাভই দেখছেন গেরুয়া সাংসদ সাক্ষী মহারাজ। উত্তরপ্রদেশের ভোটে AIMIM-এর উপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে এমন মন্তব্যই করেছেন মহারাজ ৷ উন্নাওয়ের এই সাংসদ স্পষ্ট বলেছেন, ”ওয়েইসি তো ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর ওয়েইসিকে আরও শক্তি দিন। তিনি আমাদের বিহারে সাহায্য করেছে, এরপর উত্তরপ্রদেশ এবং বাংলাতেও করবেন।”

তৃণমূল ইতিমধ্যেই বিজেপির (BJP) সঙ্গে AIMIM-এর গোপন জোটের অভিযোগ তুলেছে৷ তৃণমূলের দাবি, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলার সংখ্যালঘু ভোটে ভাগ বসাতেই AIMIM আসছে।

এবার সাক্ষী মহারাজের বয়ানে সেই অভিযোগই কার্যত স্বীকৃতি পেল।

আরও পড়ুন- সোমবার ডায়মন্ড হারবারে বিজেপির রোড-শো, নেতৃত্বে শোভন–বৈশাখী

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version