Saturday, May 3, 2025

‘কৃষকদের ধ্বংস করতেই কৃষি আইন’, অন্নদাতাদের সমর্থনে রাস্তায় নামলেন রাহুল-প্রিয়াঙ্কা

Date:

এতদিন শুধু সোশ্যাল মিডিয়াতে(social media) আটকে ছিলো প্রতিবাদ। অবশেষে সোশ্যাল মিডিয়ার বাঁধন ডিঙিয়ে ৩ কৃষি আইনের(farm law) বিরোধিতায় এবার রাস্তায় নামল কংগ্রেস(Congress) নেতৃত্ব। শুক্রবার দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নর অনিলের বাসভবনের সামনে বিক্ষোভ দেখানো কংগ্রেস। আর সেই বিক্ষোভ নেতৃত্ব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi) ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)। সুর চড়ালেন, অবিলম্বে এই তিন কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে কেন্দ্রীয় সরকারকে(central government)।

কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি আইনকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে এদিনের বিক্ষোভ মিছিলে রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি সরকারকে এই আইন প্রত্যাহার করতেই হবে। তা না হওয়া পর্যন্ত পিছু হটবে না কংগ্রেস। এই আইনে কৃষকদের কোনও উপকার হবে না। বরং তাঁদের শেষ করে দিতেই এই আইন আনা হয়েছে।’ বলার অপেক্ষা রাখে না, ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতির বাইরে বেরিয়ে এবার কৃষি আইনের বিরোধিতায় সম্মুখসমরে নামল বিরোধী দল কংগ্রেস। শুক্রবার সারাদিন কৃষক অধিকার দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের রাজ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে।

আরও পড়ুন:বিধানসভা ভোটের আগে রাজ্যে পুরভোট নয়, হতে পারে জুলাইয়ে

উল্লেখ্য, কৃষি আইনের বিরোধিতায় কংগ্রেস কেন সক্রিয় ভূমিকা নিচ্ছে না তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। রাহুল গান্ধীর গাছাড়া মনোভাব নিয়ে শাসক শিবিরের নেতারাও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। এই সমস্ত কিছুর মাঝেই গত ৯ জানুয়ারি দলীয় বৈঠক ডাকে কংগ্রেস। সেখানে নেতৃত্ব দেন প্রিয়াঙ্কা গান্ধী। কৃষি আইন নিয়ে দলের অবস্থান কী হবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই ডাকা হয় বৈঠক। সিদ্ধান্ত নেওয়া হয় আর ব্যাকফুট নয় একেবারে ঝাঁপিয়ে পড়ে কৃষি আইনের বিরোধিতা করবে দল। এরপরই রাজধানীতে বিক্ষোভ মিছিলে হাঁটল কংগ্রেস। আর সেই মিছিলে নেতৃত্ব দিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version