Wednesday, August 27, 2025

দিল্লির হাত শক্ত করতে এবার বাংলা-বিহার-ঝাড়খন্ড যোগ দিল। উদ্দেশ্য কৃষক আন্দোলনকে আরও জোরদার করা। আরো লাগাতার আন্দোলনে সামিল হওয়া। ফলে আরো বৃহত্তর আকার ধারণ করতে পারে দিল্লির কৃষক আন্দোলন (Farmer’s Protest)। প্রায় দুমাস হতে চলল দিল্লি সীমান্তের কৃষক আন্দোলন। রাজধানী ও সংলগ্ন রাজ্যগুলির কৃষকরা এতদিন কৃষক আন্দোলনের ধারক ও বাহক ছিলেন। এবার সামিল হলেন বাংলা-বিহার-ঝাড়খন্ডের কৃষকরা।  কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন পুরোপুরি বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা।

শুধু বাংলা-বিহার-ঝাড়খন্ডই  নয় ওড়িশা থেকে একটি বিশেষ প্রতিনিধিদল দশটি বাস নিয়ে দিল্লির দিকে  রওনা দিয়েছে। বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে লোক সংগ্রহ করে নিয়ে যাচ্ছে দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের কাছে। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন একাধিক লোকজন। সেই দলে চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে সমজাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন। তাঁরা জানিয়েছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, এখান থেকে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে তাঁরা দিল্লি পৌঁছবেন প্রায় দশ হাজার লোককে সঙ্গে নিয়ে। আন্দোলনরত কৃষকদের পাশে গিয়ে তাঁরা দাঁড়াবেন। শনিবার  এই সংগঠনের সদস্যরা জানিয়েছেন, রাষ্ট্রীয় সংযোগ নবনির্মাণ কিষান সংগঠনের পক্ষ থেকে তাঁরা ওড়িশার ভুবনেশ্বর থেকে এই যাত্রা শুরু করেছেন। একাধিক রাজ্য থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে লোকজন নিয়ে তারা কৃষকদের পাশে থাকতে দিল্লিতে হাজির হবেন। বাতিলের দাবিতে প্রায় দুমাস ধরে আন্দোলনে রয়েছেন দিল্লি, হরিয়ানা, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যের কৃষকরা। সেই আন্দোলনকে নতুন দিশা দিতে এবার তাঁরাও দিল্লি সীমান্তে হাজির হবেন।

আরও পড়ুন-নতুন জীবনে পা রাখলেন ত্বরিতা-সৌরভ, রইল অ্যালবাম

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version