Wednesday, December 17, 2025

ভুল শোধরানোর ডাক, তৃণমূলেই থাকছেন বোঝালেন রাজীব

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে দলের বিরুদ্ধে ‘বেসুরো’ মন্ত্রীর ফেসবুক লাইভ (Facebook Live) কৌতূহল ছিল তুঙ্গে। তবে সব জল্পনায় জল ঢেলে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Benarjee) জানালেন, “ভালোর জন্যেই ভুল হলে দলকে বলেছি”। বোঝালেন তৃণমূলেই (Tmc) থাকছেন তিনি। শনিবার, বেলা তিনটে রাজীবের ফেসবুক লাইভ হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তাই নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। কী বলবেন রাজীব? সেটা দিকে নজর ছিল বাংলার তামাম রাজনৈতিক মহলের। তবে কি এই ফেসবুক লাইভেই দল ছাড়ার ঘোষণা করবেন তিনি- এই নিয়েও আলোচনা হয় অনেক জায়গায়। তবে সব ছেড়ে সেই পুরনো ক্ষোভের কথাই জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

এদিন ফেসবুক লাইভে প্রথমে রাজীব যুব সমাজকে কর্মক্ষেত্রে সুবিধা করে যাওয়ার জন্য ট্রেনিং ইনস্টিটিউট (Training Institute) করার কথা বলেন। এরপরেই কাজ করতে না পারার যে পুরনো ক্ষোভের কথা এতদিন রাজীব বলেছেন তার কিছুটা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি জানান, ভুল হলে তিনি সেখানে বলেছেন। এটা নতুন নয় বা দলবদলের এই হাওয়ার মধ্যে বলছেন তাও নয়। এর আগেও তিনি একথা বলেছেন এবং শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছেন। তাঁর মতে, এসবই তিনি বলেছেন দলের ভালোর জন্য। তবে রাজীবের অভিযোগ, তাঁর অনেক কথার অপব্যাখ্যা হয়েছে। তবে কে বা কারা অপব্যাখ্যা করেছেন সে কথা অবশ্য তিনি স্পষ্ট করেননি। তাঁর বক্তব্য ছিল, শীর্ষ নেতৃত্ব তাঁর কথা শুনলেও, অনেক কথার অপব্যাখ্যা হয়েছে।

তবে, এতকিছুর পরেও তিনি দলনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। বারবার তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে দলের সাধারণ কর্মীদের মর্যাদা দেন, তাঁদের সম্মান দিয়ে থাকেন তিনিও সেটাই করার চেষ্টা করেছেন। তবে এখানেও কিছুটা ‘বেসুরো’ ছিলেন রাজীব। কারণ, তিনি জানিয়েছেন অনেক সময় প্রকৃত মর্যাদা পান না সাধারণ কর্মীরা।

এদিন রাজ্যে কাজের পরিবেশ তৈরি করার কথা বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যে কারিগরি প্রশিক্ষণের কথা তিনি বলেন, তার মাধ্যমে রাজ্যের যুব প্রজন্ম নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারবে বলে আশা প্রকাশ করেন রাজীব। তবে এ দিনে তাঁর ফেসবুক লাইভে কোথাও সরাসরি দল বিরোধী কোনো কথা ছিল না। ছিল না তৃণমূল ছাড়ার মতো কোনো বার্তা। আর থেকেই রাজনৈতিক মহলের মত, তৃণমূলেই থাকছেন বলেই বোঝালেন রাজীব।

আরও পড়ুন:১৩ বছরের কিশোরের লিঙ্গ পরিবর্তন করিয়ে লাগাতার গণধর্ষণ

Advt

spot_img

Related articles

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের...

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি বাতিল ৩১৩ শিক্ষকের

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি হারালেন ৩১৩ জন শিক্ষক। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে...