Friday, August 22, 2025

প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ পরিচালন সমিতির সদস্যের বিরুদ্ধে

Date:

কোচবিহারে(Coochbihar) স্কুলের প্রধান শিক্ষককে(teacher) নিগ্রহের অভিযোগ উঠল পরিচালন সমিতির এক সদস্যের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলে(manindra nath High school)। কোচবিহারের এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই প্রধান শিক্ষক।

স্কুল সূত্রে দাবি, শুক্রবার স্কুল পরিচালন কমিটির সদস্যদের সাথে আলোচনা ছিল। এর পরেই শিক্ষক ও সদস্যদের সাথে বচসা বাঁধে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের৷ তখন একজন পরিচালন কমিটির সদস্য তার ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ৷ অভিযোগ, তাপস পন্ডিত নামে স্কুল পরিচালন কমিটির এই সদস্য তৃণমূল কংগ্রেসের খাগড়াবাড়ি অঞ্চল কমিটির সহ সভাপতির দায়িত্বে আছেন।

আক্রান্ত প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের বলেন, আলোচনার মধ্যে হঠাৎ এভাবে নিগ্রহ করা হবে তিনি ভাবতেই পারেননি। রাতে বাড়ি ফেরার পর মাথায় যন্ত্রণা শুরু হয়। পরে শনিবার তিনি কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি হন। তাঁর আরও দাবি, স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কিছু শিক্ষক ষড়যন্ত্র করে চলেছেন। সে কারণেই কিছু স্কুল শিক্ষক বিভিন্ন দাবি নিয়ে চেচামেচি করার মাঝে এক পরিচালন কমিটির সদস্যকে দিয়ে হামলা করানো হয়েছে।

আরও পড়ুন:প্রথমদিন টিকা নিয়ে বিতর্কের মুখে কয়েকজন জনপ্রতিনিধি!

যদিও অভিযুক্ত স্কুল পরিচালন কমিটির সদস্য ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সহ সভাপতি তাপস পন্ডিত দাবি করে বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি কখনই প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেননি। বচসা হয়েছে তাদের সাথে। এক শিক্ষিকা দীর্ঘ ৯ মাস থেকে স্কুলে আসেন না তাই প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছেন তারা। প্রধান শিক্ষক ওই শিক্ষিকার থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন বলেই তিনি শিক্ষিকার অনুপস্থিতি নিয়ে কোনও ব্যবস্থা নেননি বলে দাবি স্কুল পরিচালন কমিটির সদস্য তৃণমূল কংগ্রেস নেতার। যদিও এ ব্যাপারে মনীন্দ্রনাথ হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি কৃষেন্দু আইচ বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছেন। তাদের সাথে কথাও হয়েছে। এ ব্যাপারে আলোচনায় বসবে স্কুল পরিচালন কমিটি।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version