Wednesday, August 27, 2025

কলকাতায়(Kolkata) আবার জাঁকিয়ে পড়েছে শীত। কিন্তু রাজ্যবাসীর মনে এই শীতের আনন্দ কত দিন থাকবে? কলকাতায় যখন তাপমাত্রার পারদ চড়ছিল সেই সময়ও রাজ্যের বাকি জেলাগুলিতে যথেষ্ট ঠান্ডা ছিল। এখন শীতল উত্তুরে হাওয়ায় পশ্চিমবঙ্গে (West Bengal) জাঁকিয়ে শীত-এর পরিস্থিতি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায়ও এরকমই থাকবে আবহাওয়া। তবে সোমবার থেকে বঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গল ও বুধবার দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিকিমে আগামী কয়েকদিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে। বিহারে শীতল দিনের পরিস্থিতি জারি। তার প্রভাবে বিহার সংলগ্ন জেলাগুলিতে দিনের বেলাতেও কনকনে শীত থাকবে।

কুয়াশার সতর্কতা জারি হয়েছে উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ঘন কুয়াশার সর্তকতা উত্তরবঙ্গেও। দৃশ্যমানতা নেমে আসবে ২০০ মিটার নীচে। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে ও দৃশ্যমানতা ৫০০ মিটার নীচে। দিল্লি-সহ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ, বিহারেও আগামী তিন দিন থাকবে ঘন কুয়াশা ।

আজ, রবিবার আরও একটু কমল তাপমাত্রা। কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে তা কেটে গিয়েছে। মেঘলা আকাশ নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে তাপমাত্রা ৯ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি ,পানাগড়ে ৭.৬ ডিগ্রি, কৃষ্ণনগরে ৯.৮ ডিগ্রি এবং বীরভূমের শ্রীনিকেতন ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-জোট চাইছেন আব্বাস, কিন্তু সম্ভাবনা কমছে বাধ্য-বাধকতায়

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version