Tuesday, May 6, 2025

মতুয়ারা কবে নাগরিকত্ব পাবেন? কেন্দ্রকে ফের প্রশ্ন শান্তনু ঠাকুরের

Date:

‘মতুয়ারা কবে নাগরিকত্ব (CAA) কার্ড হাতে পাবে?’ কেন্দ্রের কাছে ফের প্রশ্ন তুললেন বনগাঁর বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (MP Shantanu Thakur)।

শান্তনুর দাবি, কবে মতুয়ারা নাগরিকত্ব পাবেন তা কেন্দ্রকে জানাতে হবে। রবিবার বিকেলে নদিয়ায় (Nadia) মতুয়াদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শান্তনু ঠাকুর। সেখানেই তিনি বলেন, তিনি যেমন বিজেপি সাংসদ, তেমনই তিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। আর সেই কারণেই মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য সরকারের কাছে তাঁদের দাবি, মানুষ কবে নাগরিকত্ব কার্ড পাবেন, সেটা স্পষ্ট করা হোক।

সেই সঙ্গে তিনি সেখানে সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও (CM Mamata Banerjee)। শান্তনু বলেন, ‘২০০৩ সালে যে নতুন আইন করা হয়েছে, সেই আইনের রূপায়ণ করা আমাদের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও সব আইন তিনি জানেন না। তা বাধ্যতামূলকও নয়। ১৯৫০ সালের পরে কেউ যদি ভারতে জন্মগ্রহণ না করেন, তাহলে তাদের ছেলেমেয়েরা নাগরিকত্ব পাবে না, সেটা ২০০৩ সালের আইনে বের হয়। মুখ্যমন্ত্রী কেন সেই আইনকে এড়িয়ে যাচ্ছেন। উনি তো সারা জীবন এই মানুষদের দায়িত্ব নেবেন না। তাহলে উনি এই কথা বলেন কী করে? ক্ষনিকের রাজনৈতিক স্বার্থে? এই মানুষগুলো সংবিধানগত জায়গা থেকে যদি স্বীকৃতি না পান, তখন কী হবে?’

জানা গিয়েছে, আগামী ৩০ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (HM Amit Shah) ঠাকুরনগরে এসে জনসভা করার কথা রয়েছে। ওই সভায় মতুয়াদের আরও বেশি পরিমাণে হাজির করার লক্ষ্যে মতুয়া জাগরণী সভার আয়োজন করা হয়েছিল শান্তিপুরে।

আরও পড়ুন-নন্দীগ্রামে প্রার্থী মমতা: দেখে নিন কীভাবে বিপাকে পড়ল বিজেপি

Related articles

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...
Exit mobile version