Sunday, August 24, 2025

উত্তরপ্রদেশে করোনা টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত স্বাস্থ্যকর্মী, শুরু বিতর্ক

Date:

কোভিড ভ্যাকসিন (covid vaccine) নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে মারা গেলেন এক স্বাস্থ্যকর্মী। উত্তরপ্রদেশের (uttar pradesh) মোরাদাবাদের ঘটনা। সেখানকার জেলা হাসপাতালের ওয়ার্ড বয় (ward boy) হিসাবে কাজ করতেন ৪৬ বছরের মহিপাল সিং। শনিবার দুপুরে নিয়মমাফিক স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ করোনা টিকা নেন তিনি। তারপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু (death) হয়। কোভিড ভ্যাকসিন নেওয়ার পরই এই মৃত্যুর ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও উত্তরপ্রদেশ প্রশাসন সাফাই দিয়েছে, ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে একজন অসুস্থ ব্যক্তিকে যথাযথ পরীক্ষা না করে তড়িঘড়ি ভ্যাকসিন দেওয়া হল কেন? বিতর্ক শুরু হতেই তদন্তের কথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পোস্ট মর্টেমের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন:কয়লা কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ আইপিএস অফিসার তথাগত বসুকে

মোরাদাবাদের মৃত স্বাস্থ্যকর্মী মহিপাল সিংয়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তিনি সর্দিকাশিতে ভুগছিলেন। তার মধ্যেই শনিবার দুপুরে হাসপাতাল থেকে ভ্যাকসিন নেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা।রবিবার হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় তাঁর। উত্তরপ্রদেশের এই ঘটনা ছাড়াও দিল্লি থেকে ভ্যাকসিন নিয়ে অসুস্থতার খবর সামনে এসেছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর ৫১ জন কমবেশি অসুস্থ হয়েছেন। এদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২২ বছরের এক টিকাপ্রাপককে গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version