Sunday, May 4, 2025

‘নন্দীগ্রামেই প্রার্থী হোন, দু’জায়গায় দাঁড়াতে দেব না’, খেজুরিতে হুংকার শুভেন্দুর

Date:

“আপনি নন্দীগ্রামে প্রার্থী হোন, তবে এক জায়গা থেকে দাঁড়াতে হবে৷ দু’জায়গায় দাঁড়াতে দেব না।প্রাক্তন এমএলএ, প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখা লেটার প্যাড ছাপিয়ে রাখুন। লড়তে আমি জানি৷ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, হারবে, হারবে”à§·

মঙ্গলবার খেজুরিতে বিজেপির সভায় এভাবেই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikariy)৷ এদিনের সভায় লোক টানতে শুভেন্দুর সঙ্গেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)৷

লকেট চট্টোপাধ্যায় এদিন সভা মাতিয়ে স্লোগান তোলেন, “মেদিনীপুরে পদ্ম, মমতা তুমি জব্দ”, “যতই বলো নন্দীগ্রাম, মানুষ বলছে জয় শ্রীরাম,”নন্দীগ্রাম দিচ্ছে ডাক, মমতাদিদি বাড়ি যাক”à§· কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “নন্দীগ্রাম ম্যাচের ফল সোমবারই ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ আর ওই ম্যাচ দেখে লাভ কী ?”

◾এদিন শুভেন্দু অধিকারী বলেন,

> সোমবার নন্দীগ্রামে মমতার সভা ছিল আসলে আসাদউদ্দিন ওয়েসি-র সভা। কারা সভায় এসেছিলেন সবাই জানেন।

> কার ভরসায় নন্দীগ্রামে দাঁড়াবেন মমতা ? মেজ বোন, বড় বোন, যাই হোক, দু জায়গায় দাঁড়াতে দেব না। ৬২ হাজারের ভরসায় দাঁড়াবেন? পদ্ম তো আছে ২ লাখ ১৩ হাজারের ভরসায়, যাঁরা জয় শ্রীরাম বলেন৷
ওই ৬২ হাজারেও সিঁধ কাটবো।

> তৃণমূলের প্রার্থী মঞ্চেই ঠিক হয়। আমি বিজেপি করি। বিজেপির প্রার্থী মঞ্চে ঠিক হয় না।

> নন্দীগ্রাম আন্দোলনকে আজ পর্যন্ত স্বীকৃতি দেননি, মর্যাদা দেননি
মুখ্যমন্ত্রী৷ সিঙ্গুরের নাম থাকে অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে, অথচ নন্দীগ্রামের জন্য একটা লাইনও নেই৷

> নন্দীগ্রামে যে পুলিশ কর্তাদের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে মানুষ খুন করেছে, সেই অরুন গুপ্তকে পাঁচবার চাকরিতে এক্সটেনশন দিয়েছেন মমতাদেবী৷ তারপর পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে ওই দলের পতাকা তুলে দিয়ে তৃণমূলে জয়েন করিয়েছেন৷ আর এক অফিসার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের জামিনের ব্যবস্থা করেছেন উনি৷ দেবাশিস গঙ্গোপাধ্যায়কে প্রমোশন দিয়েছেন৷ এদের কারো শাস্তি হয়নি৷ বরং এদের তৃণমূলে নিয়েছেন৷

◾লকেট চট্টোপাধ্যায় বলেন:

> নন্দীগ্রামে যাঁরা গুলি চালিয়েছিল, সেইসব পুলিসের পদোন্নতি হয়েছে। ইতিহাস কেউ ভুলে যায়নি।

> দিদি ভবানীপুরে ভয় পেয়েছেন।

> মুখ্যমন্ত্রী নিজেই নাকি ২৯৪টি আসনে প্রার্থী। নন্দীগ্রামে দাঁড়াবেন, ভবানীপুরে দাঁড়াবেন, পুরুলিয়ায় যাবেন! মানুষ টা টা বাই বাই করে দিয়েছে।

◾বাবুল সুপ্রিয় বলেন:

> শুভেন্দু তাঁর ভাষণে বলছেন, নন্দীগ্রামে মমতা হারবেন। ছোট্ট ভুল করেছে ৫০ হাজার ভোটে হারবেন বলে। আসলে হবে ৫৬৭২৬ ভোটে হারবেন।

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, এদিনের সভার আগে দু’জায়গায় বিজেপির ওপর হামলার হয়েছে৷ খেজুরি ও দক্ষিণ কাঁথির মাজনায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই হামলায় দলের মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
পুলিশকে দু’দিন সময় দিয়েছি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য৷ গ্রেফতার করা না হলে আগামী সোমবার এসপি’র দফতরের সামনে ধরনায় বসবে বিজেপি৷

আরও পড়ুন:ভিডিও বার্তায় সকল দেশবাসীকে কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান রাহুলের

 

Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...
Exit mobile version