Thursday, August 21, 2025

বিমল-বিনয়কে আগামী ভোটে পাহাড় শিক্ষা দেবে, দাবি দিলীপ ঘোষের

Date:

বিমল গুরুং ও বিনয় তামাং, উভয়কেই দার্জিলিং পাহাড়বাসী আগামী বিধানসভা ভোটে শিক্ষা দেবেন বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে দিলীপ ঘোষ এই কথা বলেছেন। তিনি বলেন, পাহাড়ের মানুষের আবেগ নিয়ে যাঁরাই খেলা করেছে, রাজনীতি করেছেন, তাঁরা বিমল গুরুং হন কিংবা বিনয় তামাং, সবাইকেই এবার দার্জিলিংয়ের সাধারণ মানুষ শিক্ষা দেবেন। এর পরেই দিলীপের দাবি, বিমল-বিনয়ের উপরে বিরক্ত হয়েই পাহাড়ের মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকেছেন।

কদিন আগেই বিমল গুরুংয়ের দল থেকে একাধিক প্রথম সারির নেতা বিজেপিতে যোগ দেন। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের হাত থেকে বিজেপির পতাকা নেন স্বরাজ থাপার মতো প্রথম সারির বিমল গুরুংপন্থী নেতাও। আরও কয়েকজন গুরুংপন্থী নেতা শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন বলে দাবি দলের।

এই অবস্থায়, শিলিগুড়িতে এসে জনসভা থেকে দিলীপ ঘোষের ওই ঘোষণায় সেই বিমল গুরুংয়ের দলে ভাঙনের জল্পনা আরও জোরদার হয়েছে। তবে বিজেপি রাজ্য সভাপতি তিন বছর আগে পাহাড়ে গিয়ে হামলার মুখে পড়ার বিষয়টি যে ভোলেননি তা মনে করিয়ে দেন। তাঁর অভিযোগ, পরিকল্পনা করে গুন্ডা লাগানো হয়েছিল তাঁর উপরে হামলার জন্য।

এদিন সভা মঞ্চে যোগদান মেলায় শীর্ষক অনুষ্ঠান হয়। সেখানে তৃণমূল কংগ্রেস থেকে কার্লোস লাকরা ছাড়াও বেশ কিছু সমর্থক বিজেপিতে যোগ দেন।

যদিও বিমল গুরুংয়ের তরফে দিলীপ ঘোষের মন্তব্যের বিষয়ে জানানো হয়েছে, বিজেপি পাহাড়ের মানুষের নিয়ে গত ১০ বছর ধরে যে প্রতারণা করে চলেছে, তার জবাব আগে নেবে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স। বিনয় তামাংয়ের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি পাহাড়ের দাবি ও আবেগকে মর্যাদা দিতে যা যা করবে প্রতিশ্রুতি দিয়েছিল তা করে দেখানোর পরেই দিলীপবাবুর দার্জিলিং নিয়ে কোনও মন্তব্য করার অধিকার রয়েছে।

আরও পড়ুন- দলনেত্রী প্রার্থী হতেই রাতারাতি নন্দীগ্রামে সব দেওয়াল ঐক্যবদ্ধ তৃণমূলের দখলে

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version