Thursday, August 28, 2025

উপত্যকায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, ৩ জঙ্গির বুক ফুঁড়ে দিল সেনার গুলি

Date:

উপত্যকায় হিংসার বীজ বুনতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে প্রতিবেশী পাকিস্তান(Pakistan)। পাক অধিকৃত কাশ্মীরের(POK) অপেক্ষারত জঙ্গিরা(terrorist) মাঝেমধ্যেই অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে ভারতে(India)। পেয়েছে পাল্টা প্রতিরোধ। সেই ধারা অব্যাহত রেখে আবারো উপত্যকায় বড়সড় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা(Indian army)। শুধু তাই নয় ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হল ৩ জঙ্গির।

সেগো সূত্রে জানা গিয়েছে গত ১৮ ও ১৯ জানুয়ারি ঘটনাটি ঘটেছে জম্মুর অখনুরের কেরি বাতাল এলাকায়। ওই এলাকা দিয়ে বেশ কিছু অস্বাভাবিক গতিবিধির খবর আসে সেনার কাছে। সেইমতো সতর্ক হয়ে ওঠে বিএসএফ। জানা যায় নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে ৫ সশস্ত্র জঙ্গি। সতর্কতা সেনাবাহিনীর বাধা পেতে মরিয়া হয়ে ওঠে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। দু’পক্ষের ব্যাপক গুলিবিনিময় এরপর ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ৪ সেনা জওয়ান। তাদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য তড়িঘড়ি ভর্তি করা হয়েছে সেনা হাসপাতলে।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের আসল ‘কারিগর’ দ্রাবিড়, বলছে ক্রিকেট বিশ্ব

অন্যদিকে পলাতক বাকি দুই জঙ্গির খোঁজে সীমান্তবর্তী এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সে না। শীঘ্রই জঙ্গিদের জীবিত অথবা মৃত খুঁজে বের করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মৃত জঙ্গিদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। শীতের মরশুমে অনুপ্রবেশের চেষ্টার পর সীমান্ত পাহারা ক্ষেত্রে আরও সতর্ক হয়ে উঠেছে দায়িত্বরত সেনা জওয়ানরা।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version