Sunday, November 9, 2025

‘শত্রুতা’ ভুলে ৬ প্রতিবেশী দেশকে আজ করোনা টিকা উপহার ভারতের

Date:

ভারত সরকারের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল প্রতিবেশী ৬ দেশকে উপহার স্বরুপ করোনা ভ্যাকসিন পাঠানো হবে। দাবিমতো বুধবার ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও সেশ্লেসে ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত সরকার(Indian government)।

মঙ্গলবার টুইট করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) জানিয়েছিলেন, ‘ভারত এই অতিমারীর প্রেক্ষিতে গোটা বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত বিপর্যয় সামাল দিতে এবং ভ্যাকসিনের প্রয়োজন মেটাতে একজন ভরসা যোগ্য সহযোগী হিসেবে সম্মানিত। বুধবার থেকে টিকা সরবরাহ শুরু হবে। এবং আগামী দিনে আরো অনেক কিছুই হতে চলেছে।’

এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের(foreign ministry) তরফে জানানো হয়েছে, প্রতিবেশীদের প্রয়োজন কে গুরুত্ব দিয়ে আগামী সপ্তাহ বা মাস থেকে নিয়মিতভাবে প্রতিবেশী দেশ গুলিকে করোনা টিকা(Corona vaccine) সরবরাহ করা হবে। মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যে শ্রীলংকা আফগানিস্তান এবং মরিশাস থেকে টিকা পাঠানোর অনুরোধ এসেছে। সরকারের তরফে প্রয়োজনীয় নির্দেশ আসার পর এই সমস্ত দেশগুলিতেও টিকা সরবরাহ করা হবে। তবে শুধু এই দেশগুলি নয় আরও একাধিক দেশের কাছ থেকে টিকার অনুরোধ পেয়েছে ভারত।বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  ২০ জানুয়ারি থেকে ভুটান, মালদ্বীপ, বাংলাদে, নেপাল, মায়ানমার এবং সেশ্লেসে টিকা সরবরাহ শুরু হয়ে যাবে। শ্রীলংকা, আফগানিস্তান এবং মরিশাসে টিকা পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমতি এখনো বাকি রয়েছে। তা মিললে ওই দেশগুলিতে টিকা সরবরাহ করতে আর কোনও সমস্যা থাকবে না।

আরও পড়ুন:আসছেন মুখ্য নির্বাচন কমিশনার, গ্রেফতারি পরোয়ানার কার্যকর করা নিয়ে চাপে প্রশাসন

উল্লেখ্য, বিশ্বের-সবচেয়ে-বড় করোনা টিকা উৎপাদক দেশ হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে ভারত। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড নামের দুটি টিকা ব্যাপক পরিসরে উৎপাদন শুরু করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ গোটা পৃথিবী থেকে অনুরোধ আসছে ভারতের কাছ থেকে করোনা টিকা নেওয়ার জন্য।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version