Saturday, August 23, 2025

ভারত সরকারের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল প্রতিবেশী ৬ দেশকে উপহার স্বরুপ করোনা ভ্যাকসিন পাঠানো হবে। দাবিমতো বুধবার ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও সেশ্লেসে ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত সরকার(Indian government)।

মঙ্গলবার টুইট করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) জানিয়েছিলেন, ‘ভারত এই অতিমারীর প্রেক্ষিতে গোটা বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত বিপর্যয় সামাল দিতে এবং ভ্যাকসিনের প্রয়োজন মেটাতে একজন ভরসা যোগ্য সহযোগী হিসেবে সম্মানিত। বুধবার থেকে টিকা সরবরাহ শুরু হবে। এবং আগামী দিনে আরো অনেক কিছুই হতে চলেছে।’

এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের(foreign ministry) তরফে জানানো হয়েছে, প্রতিবেশীদের প্রয়োজন কে গুরুত্ব দিয়ে আগামী সপ্তাহ বা মাস থেকে নিয়মিতভাবে প্রতিবেশী দেশ গুলিকে করোনা টিকা(Corona vaccine) সরবরাহ করা হবে। মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যে শ্রীলংকা আফগানিস্তান এবং মরিশাস থেকে টিকা পাঠানোর অনুরোধ এসেছে। সরকারের তরফে প্রয়োজনীয় নির্দেশ আসার পর এই সমস্ত দেশগুলিতেও টিকা সরবরাহ করা হবে। তবে শুধু এই দেশগুলি নয় আরও একাধিক দেশের কাছ থেকে টিকার অনুরোধ পেয়েছে ভারত।বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  ২০ জানুয়ারি থেকে ভুটান, মালদ্বীপ, বাংলাদে, নেপাল, মায়ানমার এবং সেশ্লেসে টিকা সরবরাহ শুরু হয়ে যাবে। শ্রীলংকা, আফগানিস্তান এবং মরিশাসে টিকা পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমতি এখনো বাকি রয়েছে। তা মিললে ওই দেশগুলিতে টিকা সরবরাহ করতে আর কোনও সমস্যা থাকবে না।

আরও পড়ুন:আসছেন মুখ্য নির্বাচন কমিশনার, গ্রেফতারি পরোয়ানার কার্যকর করা নিয়ে চাপে প্রশাসন

উল্লেখ্য, বিশ্বের-সবচেয়ে-বড় করোনা টিকা উৎপাদক দেশ হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে ভারত। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড নামের দুটি টিকা ব্যাপক পরিসরে উৎপাদন শুরু করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ গোটা পৃথিবী থেকে অনুরোধ আসছে ভারতের কাছ থেকে করোনা টিকা নেওয়ার জন্য।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version