Sunday, May 4, 2025

শাহি-সফরের সূচি ঘোষণা, ইসকন মন্দিরে যাবেন, থাকতে পারেন বিজেপির রথযাত্রাতেও

Date:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ফের রাজ্যে আসছেন আগামী ৩০ জানুয়ারি৷ এবার তাঁর ২ দিনের সফর৷

বৃহস্পতিবার শাহি- সফরের সূচি ঘোষণা করে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato) জানিয়েছেন, এবার স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। বঙ্গ-বিজেপির রথযাত্রা কর্মসূচিতেও তিনি যোগ দিতে পারেন৷ বিধানসভা ভোটকে নিশানা করেই এবার প্রচার শুরু করবেন শাহ। গত লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত বনগাঁ, রানাঘাট আসন জিতেছে বিজেপি। এবারের বঙ্গ- সফরে অমিত শাহ বনগাঁ ও নদিয়ায় যাবেন৷

আরও পড়ুন:গোহত্যা বিরোধী আইন সংবিধানগত ভাবে বৈধ, জানালো হাইকোর্ট

প্রাথমিকভাবে বিজেপির তরফে বলা হয়েছিলো, ১৯-২০ জানুয়ারি অমিত শাহ বঙ্গে আসতে পারেন৷ পরে জানানো হয়, দিনবদল হয়েছে, শাহ ৩০ জানুয়ারি আসতে পারেন৷ এদিন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, ৩০ জানুয়ারি তারিখেই বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার নদিয়া, বনগাঁ, হাওড়া শহর ও উলুবেড়িয়ায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ৩০ জানুয়ারি ইসকন মন্দিরে যাবেন শাহ। তারপর সভা করবেন ঠাকুরনগরে। ওই রাতেই দলীয় নেতৃত্বের সঙ্গে কলকাতায় বৈঠকে বসবেন। ৩১ জানুয়ারি উলুবেড়িয়ায় অমিত শাহের রোড-শো৷ পরে জনসভা করবেন হাওড়ার ডুমুরজলায়। নির্ধারিত সময়ে বিজেপির রথযাত্রা শুরু হলে ওই কর্মসূচিতেও যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, জানা গিয়েছে, আগামী ১১-১২ ফেব্রুয়ারি ফের বাংলায় আসতে পারেন শাহ। ৫-৭ ফেব্রুয়ারি বঙ্গ সফরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version