Thursday, August 21, 2025

সময় বরাদ্দ মাত্র ১০মিনিট, কমিশনের কাছে আজ রাজনৈতিক দলের প্রতিনিধিরা

Date:

শিয়রে বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনদিনের সফরে গতকাল, বুধবার রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার ( Chief Election Commissioner) সুনীল অরোরা (Sunil Arora), সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ। তার আগে দুপুরেই চলে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)। রাতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও কলকতা পুলিশের নোডাল অফিসার জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে কমিশনের চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা আফতাবকে জানিয়েছেন, মন প্রাণ খুলে কাজ করুন। শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন।

আজ, বৃহস্পতিবার কমিশনের ঠাসা কর্মসূচি। এদিন প্রথমেই রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল ১০টা থেকে মধ্য কলকাতার একটি হোটেলে রাজ্য থেকে নির্বাচনে অংশগ্রহণকারী ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথকভাবে এই বৈঠক করবেন নির্বাচন কমিশনার। প্রতিটি প্রতিনিধি দলের জন্য ১০ মিনিট করে সময় ধার্য করা হয়েছে।

সেখানে একযোগে সমস্ত বিরোধী দলগুলি শাসক তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে, তা কার্যত নিশ্চিত। তৃণমূলের বিরুদ্ধে ভোট দুর্নীতি ও সন্ত্রাস নিয়ে সরব হবে বিরোধীরা। পালটা তৃণমূলও ঘুঁটি সাজিয়ে প্রস্তুত। তেমনটা হলে যে লোকসভায় বিজেপির এত আসন বাড়তে পারত না, তাই বক্তব্য থাকবে ঘাসফুল শিবিরের।

এরপর নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্র ও রাজ্যের প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। যেখানে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। এই বৈঠকগুলোতে মূলত রিভিউ মিটিং হবে। সেখান থেকেই আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কোন সময় নির্বাচন করলে উপযুক্ত হবে। বিভিন্ন বোর্ডের পরীক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে কোভিড পরিস্থিতি নিয়েও। সেক্ষেত্রে বুথ সংখ্যা বাড়ানো হতে পারে। সবচেয়ে বেশি জোর দেওয়া হবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে।
ক’দফায় ভোট হবে, তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

 

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version