Wednesday, December 17, 2025

ফের কাঠগড়ায় অর্ণব: প্রসার ভারতীর প্রায় ১০ কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ রিপাবলিক টিভির বিরুদ্ধে

Date:

বেশ কিছুদিন ধরে রিপাবলিক টিভির (Republic Tv) ম্যানেজিং ডিরেক্টর অর্ণব গোস্বামীর ( Arnab Goswami) সময় একেবারেই ভালো যাচ্ছে না। এবার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে সরকারের প্রাপ্য কোটি কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, প্রসার ভারতীর ( Prasar Bharati) মালিকানাধীন ডাইরেক্ট টু হোম সার্ভিসের ডিডি ফ্রি ডিশে (DD Free Dish ) বেআইনি সংযোগ নিয়ে রিপাবলিক টিভি অতিরিক্ত আরও ২ কোটি ২০ লক্ষ দর্শকের কাছে পৌঁছেছে।

 

প্রসার ভারতী সূত্রে খবর, অর্ণব যে প্রযুক্তি ব্যবহার করে ২ কোটির বেশি দর্শকের কাছে রিপাবলিক টিভিকে পরিচিত করিয়েছেন, ওই প্রযুক্তি ব্যবহারের জন্য সরকারের বাৎসরিক ৮ কোটি থেকে ১০ কোটি টাকা প্রাপ্য। অর্ণব কোনও টাকাই দেননি। উপরন্তু ২০১৭ সাল থেকে রিপাবলিক টিভি টানা দু’বছর বেআইনিভাবে চ্যানেল চালিয়েছে। ২০১৭ সালেই রিপাবলিক টিভির ইংরেজি চ্যানেলের সম্প্রচার শুরু হয়।

রিপাবলিক টিভির এই বেআইনি কারবার সম্প্রতি ধরা পড়েছে। এ ব্যাপারে রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে প্রশ্ন উঠছে, প্রসার ভারতী অধীনে থাকা এই বিশেষ প্রযুক্তি কীভাবে বেআইনিভাবে এতদিন ধরে ব্যবহার করলেন অর্ণব?

রিপাবলিক টিভি টানা দু’বছর এই বেআইনি সুযোগ ভোগ করার পরে বিষয়টি জানাজানি হওয়ায় একাধিক চ্যানেলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। ইতিমধ্যে প্রতিবাদকারীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রককে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন। একই অভিযোগ জানানো হয়েছে প্রসার ভারতী কর্তৃপক্ষকেও।
সূত্রের খবর, ২০১৭ সালে রিপাবলিক টিভির সূচনার পর সরকারি সম্পত্তি এই প্রযুক্তি ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢালাওভাবে ব্যবহার করেছে রিপাবলিক টিভি। এর ফলে রিপাবলিক টিভির প্রচার বেড়েছে। জানা গিয়েছে, এক্ষেত্রে রিপাবলিক টিভি আপলিঙ্ক করা হয়েছে বিশেষ প্রযুক্তিগত কৌশল ব্যবহারের মাধ্যমে।

আরও পড়ুন:নয়া রেকর্ড গড়ল শেয়ার বাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের

 

Related articles

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে সবাইকে। বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...
Exit mobile version