Sunday, November 2, 2025

অগ্নিকাণ্ডে মৃত ৫ কর্মীর পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা সিরামের

Date:

সিরাম ইনস্টিটিউটে(Seram institute) ভয়াবহ অগ্নিকাণ্ড বর্তমানে আয়ত্তে আনা সম্ভব হলেও, ওই অগ্নিকাণ্ড প্রাণ কেড়েছে ৫ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় ৫ কর্মীর মৃত্যুতে তাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। একই সঙ্গে এই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত সিরাম ইনস্টিটিউটের এক নতুন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় লাগে আগুন। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে করোনা ভ্যাকসিনে কোনওরকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে অনুমান করা যায় অগ্নিকাণ্ড ব্যাপক আকার নিয়েছিল। খবর পেয়ে তৎক্ষণাৎ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ(fire brigade)।  দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসলেও অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয় পাঁচ জনের। এই ঘটনার মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একইসঙ্গে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

আরও পড়ুন:উপহার ২০ লাখ ভ্যাকসিন; করোনা মোকাবিলায় যৌথ প্রয়াস বাংলাদেশ ভারতের

সংস্থার কর্মীদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করে টুইট করেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। তিনি লেখেন, ‘এই মাত্র একটি অস্বস্তিকর খবর পেলাম। অত্যন্ত দুঃখজনক কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে ওই দুর্ঘটনায়। যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’ সিরাম ইনস্টিটিউটের প্রধানের তরফে শোক বার্তা জানানোর পরই সংস্থার তরফে ঘোষণা করে দেওয়া হয় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version