Saturday, November 8, 2025

নীতীশ সরকারের বিরুদ্ধে ভুল লিখলেই জেলযাত্রা, নয়া নির্দেশিকা জারি বিহারে

Date:

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় সম্প্রতি এক সাংবাদিকের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে উঠতে দেখা যায় বিহারের মুখ্যমন্ত্রী(Bihar Chief minister) নীতীশ কুমারকে(Nitish Kumar)। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে মিথ্যা ও অর্ধসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে বলে একাধিক জনসভায় ও সরকারী সভায় সরবও হয়েছেন তিনি। সমর্থকদের অনুরোধ করেছেন এই ধরনের ‘মিথ্যা গুজবে’ কান না দেওয়ার জন্য। তবে কোনও কিছুতেই কাজ না হওয়ায় অবশেষে পদক্ষেপ নিল তাঁর সরকার। সম্প্রতি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়(social media) এই ধরনের পোস্ট করা হলে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। অপরাধীর জেলযাত্রা হতে পারে বলে জানিয়েছে সরকারি বিজ্ঞপ্তি।

সম্প্রতি বিহারের অর্থনৈতিক দুর্নীতি দমন শাখার অতিরিক্ত এডিজির তরফে রাজ্য সরকারের সমস্ত দফতরের প্রধান সচিবকে চিঠি লিখে জানানো হয়েছে, সরকারি পদাধিকারী, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা সরকারের কোনও দপ্তরের প্রধানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে আপত্তিজনক বা মানহানি মূলক কোনো ভুল তথ্য প্রকাশ করা হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অপরাধ দমন শাখাকে জানানোর অনুরোধ করা হয়েছে। বিহার সরকারের এহেন পদক্ষেপ বেনজির বলে দাবি করেছে বিরোধীরা। পাশাপাশি সরকারের বিরুদ্ধে কোনও আওয়াজ উঠলে সেই মুখ বন্ধ করার জন্যই এই উদ্যোগ বলে অভিযোগ উঠেছে এই ঘটনায়। প্রসঙ্গত, বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখাই সাইবার অপরাধ দমন শাখার নোডাল এজেন্সি।

আরও পড়ুন:ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ‘লাগাম’ এবার কমিশনের হাতে

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে বহু আগে থেকেই খড়গহস্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত বিধানসভা নির্বাচনের পর দলের অন্দরে অসন্তোষের কারণ হিসেবে সোশ্যাল মিডিয়াকে দোষারোপ করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল সোশ্যাল মিডিয়ার কারণেই সরকারের প্রতি এক খারাপ ছবি তৈরি হয়েছে জনগণের মনে। যার জেরেই এবার সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধীদের বিরুদ্ধে কড়া হাতে মাঠে নামলো বিহার সরকার।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version