Friday, August 22, 2025

‘পরিবারতন্ত্রের বিরুদ্ধে আইন আনুন মোদি’, ২৪ ঘন্টার মধ্যে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ অভিষেকের

Date:

সম্পর্কে অভিষেক বন্দোপাধ্যায়(Abhishek Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাইপো। আর এই সম্পর্ককে কেন্দ্র করেই বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। সময় যত গড়িয়েছে পরিবারতন্ত্রের অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সেই পরিবারতন্ত্র ইস্যুতেই এবার বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডায়মন্ড হারবারের(Diamond harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হওয়া একাধিক বিজেপি নেতার মুখোশ খুলে দিয়ে তিনি জানালেন, ‘কেন্দ্রে আইন আনুক মোদি। পরিবারে একজনের বেশি কেউ রাজনীতি করতে পারবে না। কথা দিচ্ছি এমন আইন হলে ২৪ ঘন্টার মধ্যে রাজনীতি ছেড়ে দেবো।’

রাজনীতিতে পরিবারতন্ত্র প্রসঙ্গে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিয়েছেন রাজ্যের বিজেপি শিবিরের একাধিক নেতৃত্ব। রবিবার কুলতলি জনসভায় সেই সব নেতাদের নাম ধরে ধরে তাদের মুখোশ খুলে দেন অভিষেক। বলেন, ‘যারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে সেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ছেলে বিধায়ক, রাজনাথ সিংয়ের পুত্র বিধায়ক, মুকুল রায়ের পুত্রও বিধায়ক। শুভেন্দু অধিকারীর ভাই, দাদা, বাবা প্রত্যেকে রাজনীতিতে। এরা আবার পরিবারতন্ত্রের কথা বলে।’

আরও পড়ুন:‘ঘুষখোর’ শুভেন্দু সারদার ৬ কোটি টাকা নিয়েছেন, সুদীপ্তর চিঠি তুলে ধরে তোপ অভিষেকের

এরপর সুর চড়িয়ে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আগামীকাল রাজনীতি ছেড়ে দেবো ২৪ ঘণ্টার মধ্যে। আমার পরিবার থেকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে আর কেউ নয়। তোমাদের কেউ বলতে হবে তোমাদের পরিবারে একজনের বেশি কেউ রাজনীতি করবে না। আছে সে ক্ষমতা?’ পাশাপাশি তিনি আরও জানান, ‘আমি তো চাই মোদি সরকার এ বিষয়ে আইন আনুক। একজনের বেশি পরিবারের কেউ রাজনীতি করতে পারবে না। সংসদে এই বিল উঠলে সবার আগে আমি সমর্থন দেবো। আছে তোমাদের সেই ক্ষমতা?’

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version