Wednesday, November 12, 2025

‘বাংলায় আইনের শাসন নেই’, শীর্ষ আদালতে মামলা দায়ের করল বিজেপি

Date:

একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শাসকদল তৃণমূলকে(TMC) কোণঠাসা করতে সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি(BJP)। সেই ধারা অব্যাহত রেখে এবার শীর্ষ আদালতে মামলা দায়ের করল গেরুয়া শিবির। তাদের অভিযোগ পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। বিজেপির নেতাকর্মীদের ওপর লাগাতার হিংসা চলছে রাজ্যে। বিজেপি তরফে সুপ্রিম কোর্টে(Supreme court) দায়ের করা এই মামলার শুনানি হবে আগামীকাল সোমবার।

বিজেপি দায়ের করা মামলায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসন বিজেপি নেতাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। সব জায়গায় তোষণের নীতি চলছে। বঙ্গে আইনের শাসন পুরোপুরি লুপ্ত হয়েছে। এই মামলার প্রেক্ষিতে বিজেপির হাতিয়ার গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) কনভয় হামলার ঘটনা। অন্যদিকে সম্প্রতি রাজ্যে এসেই আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ ছিল গত এক বছরে এই রাজ্যে ৩০০-‘র বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। অথচ সেই সমস্ত মামলায় নিষ্ক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। অভিযোগ দায়ের হলেও কোনরকম গ্রেফতারের ঘটনা ঘটেনি। অমিত শাহ শুধুই নন প্রতিমুহূর্তে আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুন:ভিক্টোরিয়ার ঘটনাকে উচ্ছৃঙখল বানরের আচরণ বলে কটাক্ষ তৃণমূলের

অন্যদিকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বদ্ধপরিকর তারা। প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আনারও আভাষ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এহেন অবস্থায় মাঝেই এবার আইনশঙ্খলা ইস্যুতে শীর্ষ আদালতে মামলা দায়ের করল গেরুয়া শিবির।

Related articles

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...
Exit mobile version