Tuesday, May 6, 2025

একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শাসকদল তৃণমূলকে(TMC) কোণঠাসা করতে সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি(BJP)। সেই ধারা অব্যাহত রেখে এবার শীর্ষ আদালতে মামলা দায়ের করল গেরুয়া শিবির। তাদের অভিযোগ পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। বিজেপির নেতাকর্মীদের ওপর লাগাতার হিংসা চলছে রাজ্যে। বিজেপি তরফে সুপ্রিম কোর্টে(Supreme court) দায়ের করা এই মামলার শুনানি হবে আগামীকাল সোমবার।

বিজেপি দায়ের করা মামলায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসন বিজেপি নেতাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। সব জায়গায় তোষণের নীতি চলছে। বঙ্গে আইনের শাসন পুরোপুরি লুপ্ত হয়েছে। এই মামলার প্রেক্ষিতে বিজেপির হাতিয়ার গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) কনভয় হামলার ঘটনা। অন্যদিকে সম্প্রতি রাজ্যে এসেই আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ ছিল গত এক বছরে এই রাজ্যে ৩০০-‘র বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। অথচ সেই সমস্ত মামলায় নিষ্ক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। অভিযোগ দায়ের হলেও কোনরকম গ্রেফতারের ঘটনা ঘটেনি। অমিত শাহ শুধুই নন প্রতিমুহূর্তে আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুন:ভিক্টোরিয়ার ঘটনাকে উচ্ছৃঙখল বানরের আচরণ বলে কটাক্ষ তৃণমূলের

অন্যদিকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বদ্ধপরিকর তারা। প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আনারও আভাষ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এহেন অবস্থায় মাঝেই এবার আইনশঙ্খলা ইস্যুতে শীর্ষ আদালতে মামলা দায়ের করল গেরুয়া শিবির।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version