Saturday, May 3, 2025

বারবার বৈঠকেও মেলেনি সমাধান সূত্র, কৃষি আইন বাতিল করা নিয়ে এবার মোদির মাকে চিঠি এক কৃষকের

Date:

বারবার কেন্দ্র-কৃষক বৈঠক করে মেলেনি রফাসূত্র। কৃষি আইন প্রত্যাহার করার কোনও সিদ্ধান্ত নেয়নি মোদি সরকার। তাই বাধ্য হয়ে পাঞ্জাবের এক কৃষক এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে চিঠি লিখেছেন। তাঁর বক্তব্য, মাকে উপেক্ষা করা যায় না। তিনি চিঠিতে লিখেছেন, “সন্তানের কাছে মা হল ভগবান। ওঁকে বলুন কৃষি আইন প্রত্যাহার করে নিতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন।”

কৃষি পণ্য উৎপাদন ও বিপণন আইন, কৃষকদের (ক্ষমতায়ণ ও সুরক্ষা) মূল্য নিশ্চিতকরন এবং কৃষি পরিষেবা চুক্তি আইন, ও অত্যাবশকীয় পণ্য সংশোধনী আইন এই তিন কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে পাঞ্জাবের কৃষক হরপ্রীত সিং চিঠি লিখলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি। ওই কৃষক চিঠিতে লিখেছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাকে এই চিঠি লিখছি। যারা দেশ তথা সারা বিশ্বের অন্নদাতা তাঁরা প্রচন্ড ঠান্ডায় বাধ্য হয়ে দিল্লির আন্দোলন করছেন। শুধুমাত্র à§© কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা।”

ওই কৃষক চিঠিতে আরও লেখেন, “৯০-৯৫ বছরের বৃদ্ধ থেকে শিশু, মহিলারা এই আন্দোলনে সামিল হয়েছেন। শীতের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এমনকি অনেকে আন্দোলন করতে গিয়ে শহীদও হয়েছেন। আপনার ছেলে প্রধানমন্ত্রীকে বলুন এই à§© আইন বাতিল করতে। আপনি একজন মা। আপনার সন্তান দেশের প্রধানমন্ত্রী। তিনি নিশ্চয়ই আপনার কথা ফেলতে পারেবন না। কারণ সন্তানের কাছে তাঁর মা হল ভগবান। ওঁকে বলুন এই à§© আইন প্রত্যাহার করতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন। সারা দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। দেশবাসীর কাছে বড় জয় হবে সেটা।”

গত বছর সেপ্টেম্বর মাসে পাশ হয় ৩ কৃষি আইন। আর তারপর থেকে কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে উত্তাল হতে থাকে দেশ। গত ২৬ নভেম্বর দিল্লির সিঙ্ঘু সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হলেও আইন প্রত্যাহার করা নিয়ে কিছুই জানায়নি কেন্দ্র।

আরও পড়ুন-‘বাবরি মসজিদ ধ্বংস এক ঐতিহাসিক ভুলের সমাপ্তি’, বিতর্ক বাড়ালেন জাভড়েকর

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version