Tuesday, August 26, 2025

বারবার বৈঠকেও মেলেনি সমাধান সূত্র, কৃষি আইন বাতিল করা নিয়ে এবার মোদির মাকে চিঠি এক কৃষকের

Date:

বারবার কেন্দ্র-কৃষক বৈঠক করে মেলেনি রফাসূত্র। কৃষি আইন প্রত্যাহার করার কোনও সিদ্ধান্ত নেয়নি মোদি সরকার। তাই বাধ্য হয়ে পাঞ্জাবের এক কৃষক এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে চিঠি লিখেছেন। তাঁর বক্তব্য, মাকে উপেক্ষা করা যায় না। তিনি চিঠিতে লিখেছেন, “সন্তানের কাছে মা হল ভগবান। ওঁকে বলুন কৃষি আইন প্রত্যাহার করে নিতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন।”

কৃষি পণ্য উৎপাদন ও বিপণন আইন, কৃষকদের (ক্ষমতায়ণ ও সুরক্ষা) মূল্য নিশ্চিতকরন এবং কৃষি পরিষেবা চুক্তি আইন, ও অত্যাবশকীয় পণ্য সংশোধনী আইন এই তিন কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে পাঞ্জাবের কৃষক হরপ্রীত সিং চিঠি লিখলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি। ওই কৃষক চিঠিতে লিখেছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাকে এই চিঠি লিখছি। যারা দেশ তথা সারা বিশ্বের অন্নদাতা তাঁরা প্রচন্ড ঠান্ডায় বাধ্য হয়ে দিল্লির আন্দোলন করছেন। শুধুমাত্র ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা।”

ওই কৃষক চিঠিতে আরও লেখেন, “৯০-৯৫ বছরের বৃদ্ধ থেকে শিশু, মহিলারা এই আন্দোলনে সামিল হয়েছেন। শীতের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এমনকি অনেকে আন্দোলন করতে গিয়ে শহীদও হয়েছেন। আপনার ছেলে প্রধানমন্ত্রীকে বলুন এই ৩ আইন বাতিল করতে। আপনি একজন মা। আপনার সন্তান দেশের প্রধানমন্ত্রী। তিনি নিশ্চয়ই আপনার কথা ফেলতে পারেবন না। কারণ সন্তানের কাছে তাঁর মা হল ভগবান। ওঁকে বলুন এই ৩ আইন প্রত্যাহার করতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন। সারা দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। দেশবাসীর কাছে বড় জয় হবে সেটা।”

গত বছর সেপ্টেম্বর মাসে পাশ হয় ৩ কৃষি আইন। আর তারপর থেকে কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে উত্তাল হতে থাকে দেশ। গত ২৬ নভেম্বর দিল্লির সিঙ্ঘু সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হলেও আইন প্রত্যাহার করা নিয়ে কিছুই জানায়নি কেন্দ্র।

আরও পড়ুন-‘বাবরি মসজিদ ধ্বংস এক ঐতিহাসিক ভুলের সমাপ্তি’, বিতর্ক বাড়ালেন জাভড়েকর

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version