Tuesday, August 26, 2025

‘ডোমজুড়েই প্রার্থী হবো’, স্পষ্ট বার্তা দিলেন পদত্যাগী রাজীব

Date:

দল বা প্রতীক যাই হোক, একুশের ভোটে তিনি ডোমজুড় কেন্দ্রেই (Domjur) প্রার্থী হবেন৷ মঙ্গলবার স্পষ্ট করেই এই বার্তা দিয়েছেন পদত্যাগীমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)৷ তবে এখনও স্পষ্ট করেননি, দলবদল করে তিনি বিজেপি-তে (BJP) যাচ্ছেন কি’না৷

রাজীববাবু গত ২১ জানুয়ারি রাজ্য মন্ত্রিসভার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন৷ পদত্যাগ করার একটু পরেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ডোমজুড় কেন্দ্র থেকেই ভোটে লড়ার
চ্যালেঞ্জ ছুড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷
ডোমজুড় বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত৷ ডোমজুড় থেকেই লড়বে বলে এদিন কল্যাণের চ্যালেঞ্জই কার্যত গ্রহণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

এ দিন নিজের নির্বাচনী কেন্দ্র ডোমজুড়ে প্রজাতন্ত্র দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তণ বনমন্ত্রী ৷ সেখানেই রাজীব বলেন, “ডোমজুড় কেন্দ্রের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক৷ আগামী দিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে কে তাঁদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক৷”
আত্মবিশ্বাসী সুরে রাজীব বলেন, “এলাকার মানুষের সঙ্গে যে সম্পর্ক আমার রয়েছে, তার জোরেই বলছি, ডোমজুড়ের বাইরে বাংলার কোনও কেন্দ্র থেকেই আমি দাঁড়াব না৷ স্পষ্ট বলছি, আমি ডোমজুড়েই দাঁড়াবো”৷

প্রসঙ্গত, রাজীববাবু মন্ত্রিত্ব ছাড়লেও এখনও তৃণমূল ত্যাগ করেননি৷ রাজনৈতিক মহলে জল্পনা, চলতি মাসের ৩০-৩১ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন৷ তখনই শাহ হাওড়ায় বিজেপি-র মহা যোগদান মেলায় হাজির থাকবেন৷ শোনা যাচ্ছে, ওই যোগদান মেলাতেই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা-নেত্রী৷ তবে এ দিন স্পষ্ট করে এ বিষয়ে কিছুই বলেননি রাজীব বন্দ্যোপাধ্যায়৷

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version