Thursday, August 28, 2025

বাঁকুড়ায় সমান্তরাল বিজেপি, লালঝাণ্ডা লাগিয়ে প্রার্থীর নাম ঘোষণা শুভেন্দু- অনুগামীদের

Date:

ক্রমশ খুলে যাচ্ছে মুখোশ৷ ক্রমশ বিজেপির মধ্যে উঁকি মারছে আর একটা বিজেপি৷ ঘরের মধ্যেই তৈরি করা এই ঘরের ‘মালিক’ আলাদা৷ এ ঘরের বাসিন্দারা তোয়াক্কাই করে না বঙ্গ-বিজেপির (WB BJP) পদাধিকারীদের৷ মানছে না দলের নীতি, পদ্ধতিও৷ অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়ে সমান্তরালভাবে গড়ে তুলছেন নব্য-বিজেপি ৷ হাত-পা গুটিয়ে দেখে যাওয়া ছাড়া দিলীপ ঘোষদের (DILIP GHOSH) হাতে সম্ভবত বিকল্প কিছুই নেই৷

রাজ্যের গেরুয়া নেতারা কিছুই জানেন না, ওদিকে বাঁকুড়ার তালডাংরা (TALDANGRA) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ‘ঘোষণা’ করে দিয়েছে ‘দাদার অনুগামী’-রা৷ প্রার্থীর নাম, সদ্য বিজেপিতে যোগ দেওয়া খাতরা এলাকার তৃণমূলের (TMC)দাপুটে নেতা নেতা জয়ন্ত মিত্র(JAYANTA MITRA)৷ শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন এই জয়ন্ত মিত্র৷ জয়ন্ত মিত্রের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা এখনও মানতে পারেননি ওই এলাকার আদি বিজেপি নেতা-কর্মীরা৷
এইভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা এবং প্রচার শুরু করার ঘটনায় জেলা বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে৷ নতুনভাবে দল ভাঙ্গার আশঙ্কাও দেখা দিয়েছে৷

শুধু ঘোষণাই নয়, ওই কেন্দ্রের চারধারে তথাকথিত প্রার্থীর ছবি ও নাম-সম্বলিত বড় বড় ব্যানারও ঝুলছে৷ ওইসব ব্যানারে প্রার্থীর ছবির পাশাপাশি রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর ছবিও৷ ব্যানারের নিচে লেখা রয়েছে, “প্রচারে : আমরা দাদার অনুগামী”৷ বিজেপির দাবি, এই কাজ করেছে তৃণমূল৷ জয়ন্ত মিত্রের সাফাই, ‘জানিনা কে বা কারা এসব কাজ করেছে’৷
এখানেই শেষ নয়৷ ‘দলের স্বার্থে’ নেওয়া পরের ধাপটি আরও মারাত্মক৷ বহু জায়গায় ঝোলানো এই ব্যানার বা ফ্লেক্সের চারধারে বিজেপির পতাকার পাশাপাশি লাগানো আছে সিপিএমের (CPIM) লালঝাণ্ডাও৷ এদিকে, বিজেপি প্রার্থীর সমর্থনে সিপিএমের পতাকা ব্যবহার করার ঘটনায়বিস্মিত জেলা সিপিএমও৷ তারাও তদন্তে নেমেছে, এই কীর্তি কাদের, তা খুঁজে বার করতে৷

আরও পড়ুন-সমন্বয় কমিটির বইমেলার চাপে তড়িঘড়ি বায়বীয় ঘোষণা গিল্ডের

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version