Thursday, December 4, 2025

শাহি-সভাতেই পদ্মাসনে রাজীব- প্রবীর-বৈশালী ! ইঙ্গিত শুভেন্দু’র

Date:

Share post:

ডুমুরজলায় আগামী ৩১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah ) সভামঞ্চেই বিজেপিতে (BJP)যোগ দিতে চলেছেন একাধিক তৃণমূল (TMC) নেতা- বিধায়ক (MLA)৷ বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary )৷

এদিন আরামবাগে শুভেন্দু অধিকারী বলেছেন, “অমিতজির সভাতেই তৃণমূলের বেশ কয়েকজন প্রথম সারির নেতা হাতে তুলে নেবেন বিজেপি’র৷ তালিকায় আরও নাম রয়েছে৷ পর্যায়ক্রমে ওনারাও বিজেপিতে যোগ দেবেন”৷ শুভেন্দু কারও নাম উল্লেখ না করলেও গেরুয়া- শিবির সূত্রের খবর, রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল(Prabir Ghosal), বালির বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmia) নিশ্চিতভাবেই ওইদিন যোগ দিচ্ছেন বিজেপিতে৷ এই তিন বিধায়কের দল
বদলের জল্পনা তুঙ্গে ওঠে এদিনের বিধানসভার অধিবেশনে তিনজনই গরহাজির থাকায়৷ এনাদের সঙ্গেই আরও বেশ কয়েকজন নেতা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন বলে খবর। বিজেপি এমন দাবি করলেও এদিনই প্রবীর ঘোষাল বলেছেন, দলগতভাবে এখনও বিজেপি তাঁর সঙ্গে যোগাযোগ করেনি৷ ওদিকে বৈশালী ডালমিয়া এদিনই জানিয়ে দিয়েছেন, তিনি যোগ দিচ্ছেন বিজেপিতেই এবং বালি থেকেই তিনি পদ্ম-প্রার্থী হতে আগ্রহী৷ তবে এদিন এ বিষয়ে কোনও কথাই বলেননি রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

এদিকে রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে (Dumurzola stadium) অমিত শাহের সভার জন্য
তৈরি হচ্ছে ১০০ ফুট বাই ৬৫ ফুটের মঞ্চ। সভাস্থলে ঢোকার জন্যভরাখা হচ্ছে ৪টি এন্ট্রি পয়েন্ট৷ অমিত শাহ শেষবার বাংলায় এসে গিয়েছিলেন শান্তিনিকেতনে৷ আর এবারের সফরে শাহ যাবেন বেলুড় মঠ (Belur Math), মায়াপুরের ইসকন মন্দির (Mayapur) এবং মতুয়াদের ঠাকুরনগর (Matua Thakurnagar)৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুসারে,

◾শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছবেন অমিত শাহ।

◾শনিবার সকাল ১০.৪৫ মিনিটে তিনি যাবেন নদিয়ার মায়াপুরে। মায়াপুরে তিনি যাচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে৷

◾মায়াপুর থেকে শনিবার দুপুর ২.৪০ মিনিটে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর যাবেন শাহ। ওখানে দলের জনসভায় ভাষণ দেবেন বিজেপির প্রাক্তণ সভাপতি অমিত শাহ ৷

◾শনিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। বিজেপির সোশাল মিডিয়া সেলের কর্মী ও সমর্থকদের সঙ্গে বৈঠকে বসবেন।

◾রবিবার, ৩১ জানুয়ারি, সকাল সাড়ে ১১টায় অমিত শাহ যাবেন ভারত সেবাশ্রমে৷

◾এরপর শাহ যাবেন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে৷ সেখানে বিজেপির মহা-যোগদান মেলা৷

◾ সফরসূচি অনুযায়ী, ডুমুরজলার সভার পর উলুবেড়িয়ায় যাওয়ার কথা ছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানেই মধ্যাহ্নভোজের পর তাঁর রোড শো করার কথা থাকলেও, তা বাতিল করা হয়েছে এদিনই। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এদিন জানিয়েছেন,উলুবেড়িয়ায় রাজনৈতিক অনুষ্ঠান বাতিল হয়েছে৷ পরে এই অনুষ্ঠান হতে পারে।

◾এদিকে জানা গিয়েছে, অমিত শাহর রবিবারের সফরসূচিতে কলকাতায় বিদ্যাসাগরের বাড়িতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিলো। বিজেপি সূত্রের খবর,সেই সূচি সম্ভবত বাতিল হতে চলেছে। কারণ, রাজ্য সরকার বিদ্যাসাগরের বাড়ি অধিগ্রহণ করেছে৷ ওখানে যাওয়ার অনুমতি চেয়ে পূর্ত দফতরের কাছে আবেদন জানিয়েছিলো বিজেপি। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত তার উত্তর আসেনি।
প্রসঙ্গত, গত ২০১৯-এর ১৪ মে, লোকসভা ভোটের প্রাক্কালে কলকাতায় অমিত শাহর রোড শো ছিলো৷ রোড-শো চলাকালীন তৃণমূল- বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। সেদিন বিদ্যাসাগর কলেজে ঢুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙ্গে দেয় একদল লোক৷
এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল-বিজেপির মধ্যে চাপানউতোর চলে৷
মূর্তি ভাঙ্গা নিয়ে রাজ্য সরকার একাধিক তদন্ত কমিটি গঠন করলেও, আজ পর্যন্ত জানা যায়নি ওই কমিটির রিপোর্ট৷
সেই আবহেই শনিবার অমিত শাহ যাওয়ার কথা ছিল বিদ্যাসাগরের বাসভবনে৷ কিন্তু রাজ্য সরকারের অনুমতি না মেলায় সেই সূচি বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে।

◾রবিবার দুপুর ৩.২০ নাগাদ বেলুড় মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন- শুক্রবার গোয়ার বিরুদ্ধে তিন পয়েনটের লক্ষ‍্যে মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড

Advt

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...