Monday, August 25, 2025

আজই বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাত্র দেড় মাসের ব্যবধানে ফের বাংলায় আসছেন তিনি। গতবার বঙ্গে এসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে যোগদান করিয়েছিলেন বিজেপিতে। বঙ্গ-রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। গতবার অমিত শাহর সভামঞ্চ থেকে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডল-সহ একাধিক তৃণমূল নেতা। এবারও দুদিনের বঙ্গ সফরে আসছেন শাহ। স্বাভাবিকভাবেই এই জল্পনা চলছে যে, এবারে কারা যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে। তাতে বেশ কিছু নামও উঠে এসেছে।

এবার ৩১ জানুয়ারি হাওড়ার ডুমুরজলায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, শাহের সভাতেই পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। উঠে আসছে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর নামও। পদ্মশিবিরে যোগ দিতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরও হেভিওয়েট নেতাদের নামও ওই তালিকায় রয়েছে যারা গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে।

অমিত শাহের এবারের দুদিনের বঙ্গসফর কর্মসূচিতে ঠাসা। শুক্রবার রাত ১১টার সময় সেনাবাহিনীর বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাত কাটাবেন রাজারহাটের এক পাঁচতারা হোটেলে।

◾ শনিবার সকালে শাহর বৈঠক রয়েছে সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে। বৈঠক সেরেই তিনি চলে যাবেন ইসকনের একটি অনুষ্ঠানে সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন। ইসকন থেকে অমিত শাহ যাবেন উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে। সেখানে গিয়ে তিনি ঠাকুরবাড়ির মাঠে জনসভায় করবেন।

◾ রবিবার দ্বিতীয় দিনের সফরে প্রাথমিকভাবে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথাবার্তা, ভারত সেবাশ্রম সংঘের যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

◾ সেখান থেকে তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর বাড়িতে যাওয়ার কথা। কিন্তু তাতে রাজ্য সরকার অনুমতি দেয়নি। সেই পরিকল্পনা বদলে ঋষি অরবিন্দের বাড়িতে যাবেন অমিত শাহ এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তারপর হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে সভা।

আরও পড়ুন-আদি-নব্য লড়াইয়ে বিজেপির অন্দরমহল এখন ছারখার

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version