Saturday, November 8, 2025

আজই বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাত্র দেড় মাসের ব্যবধানে ফের বাংলায় আসছেন তিনি। গতবার বঙ্গে এসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে যোগদান করিয়েছিলেন বিজেপিতে। বঙ্গ-রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। গতবার অমিত শাহর সভামঞ্চ থেকে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডল-সহ একাধিক তৃণমূল নেতা। এবারও দুদিনের বঙ্গ সফরে আসছেন শাহ। স্বাভাবিকভাবেই এই জল্পনা চলছে যে, এবারে কারা যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে। তাতে বেশ কিছু নামও উঠে এসেছে।

এবার ৩১ জানুয়ারি হাওড়ার ডুমুরজলায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, শাহের সভাতেই পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। উঠে আসছে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর নামও। পদ্মশিবিরে যোগ দিতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরও হেভিওয়েট নেতাদের নামও ওই তালিকায় রয়েছে যারা গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে।

অমিত শাহের এবারের দুদিনের বঙ্গসফর কর্মসূচিতে ঠাসা। শুক্রবার রাত ১১টার সময় সেনাবাহিনীর বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাত কাটাবেন রাজারহাটের এক পাঁচতারা হোটেলে।

◾ শনিবার সকালে শাহর বৈঠক রয়েছে সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে। বৈঠক সেরেই তিনি চলে যাবেন ইসকনের একটি অনুষ্ঠানে সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন। ইসকন থেকে অমিত শাহ যাবেন উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে। সেখানে গিয়ে তিনি ঠাকুরবাড়ির মাঠে জনসভায় করবেন।

◾ রবিবার দ্বিতীয় দিনের সফরে প্রাথমিকভাবে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথাবার্তা, ভারত সেবাশ্রম সংঘের যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

◾ সেখান থেকে তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর বাড়িতে যাওয়ার কথা। কিন্তু তাতে রাজ্য সরকার অনুমতি দেয়নি। সেই পরিকল্পনা বদলে ঋষি অরবিন্দের বাড়িতে যাবেন অমিত শাহ এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তারপর হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে সভা।

আরও পড়ুন-আদি-নব্য লড়াইয়ে বিজেপির অন্দরমহল এখন ছারখার

Related articles

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...
Exit mobile version