Sunday, November 9, 2025

রাজ্যের নির্বাচনে প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, হেমন্ত সোরেনের ঘোষণায় ক্ষুব্ধ মমতা

Date:

বৃহত্তর ঝাড়খণ্ডের লক্ষ্যে এবার পশ্চিমবঙ্গের ভোটে প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (‌জেএমএম)‌। দলের কার্যকরী সভাপতি তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই কথা জানিয়েছেন । বৃহস্পতিবার তিনি আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম থেকে তাঁর বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করেন। সেই সভাতে তার এই ঘোষণায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‌এটা অন্যায়’‌- ক্ষোভপ্রকাশ মমতার । পাল্টা ঝাড়খণ্ডের নির্বাচনেও তৃণমূল প্রার্থী দিতে পারে বলে জানিয়েছেন মমতা।
বৃহস্পতিবার রাজ্যের হিন্দিভাষী জনপ্রতিনিধিদের সঙ্গে এক আলোচনাসভায় জেএমএমের এই পদক্ষেপের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন। দলের সুপ্রিমো মমতা বলেন, ‘‌এটা কী হল?‌ আমিই প্রথম ব্যক্তি যে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম এবং তাঁকে এবং তাঁর দলের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন জানিয়েছিলাম। আর আজ তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলায় এসেছেন!‌ তিনি প্রার্থী দিতে চান!‌ এটা অন্যায়।’‌ তিনি প্রশ্ন তোলেন,  ‘‌ঝাড়খণ্ডেও বিপুল পরিমাণ বাঙালি থাকে। তা হলে আমরাও কি সেখানে ভোট লড়তে যাব?‌ আমাদেরও তা হলে তাই করা উচিত।’এভাবেই এদিন হেমন্ত সোরেনকে পাল্টা জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, শুধু এবারই নয়, ২০১৬–র বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২২টি আসনে প্রার্থী দিয়েছিল জেএমএম। এবার তাঁরা ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী দিতে চলেছেন বলে জানা গিয়েছে।

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version