চলতি বাজেট অধিবেশন দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে৷ বাজেট অধিবেশন শুরুর দিনে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এ দিন সংসদে পৌঁছে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে এই দশকের প্রথম অধিবেশন শুরু হচ্ছে৷ ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই দশকটি খুবই গুরুত্বপূর্ণ৷ স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণের সুূবর্ণ সুযোগ এসেছে দেশের সামনে৷’ নরেন্দ্র মোদি আরও বলেন, ‘এই দশকের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে৷ এই অধিবেশনে সামনের দশকের দিকে তাকিয়ে আরও বেশি করে আমাদের আলোচনা করতে হবে৷ আমার বিশ্বাস, মানুষের প্রত্যাশা পূরণে আমরা পিছিয়ে থাকব না৷’
ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...