Sunday, November 9, 2025

কৃষক আন্দোলন: শশী থারুর সহ ৭জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ যোগীর পুলিশের

Date:

প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায়(Social media) ছড়ানোর অভিযোগে শশী থারুর(Shashi Tharoor) সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তর প্রদেশ পুলিশ(UP Police)। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে রয়েছে দেশদ্রোহিতার অভিযোগও। শুধু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশও তাদের বিরুদ্ধে দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় বেশ চাপে পড়ল কংগ্রেস।

জানা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের দিন পুলিশের গুলিতে এক আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শশী থারুর। এহেন মিথ্যা তথ্যের বিরুদ্ধে নয়ডার এক বাসিন্দা প্রথম অভিযোগ দায়ের করেন ওই সাংসদের বিরুদ্ধে। পরে এই তথ্য প্রচার করার অভিযোগে রাজদীপ সরদেশাই, মৃণাল পাণ্ডে, বিনোদ জোসে, জাফর আগা, পরেশ নাথ ও অনন্ত নাথ নামে ৬ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। নয়ডা পুলিশের তরফে জানা গিয়েছে, ‘অভিযোগপত্রে বলা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ভুল তথ্য প্রচার করা হয়েছিল যাতে রাজধানীতে দাঙ্গা সৃষ্টি হয় এবং একাধিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়।’

আরও পড়ুন:পুলিশ ও প্রশাসনিক আমলাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ফের টুইট রাজ্যপালের

শুধু তাই নয় ওই অভিযোগপত্রে আরও জানানো হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তিরা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণেই এই কাজ করেছে।’ পাশাপাশি তাদের বিরুদ্ধে ওঠা আরো একটি অভিযোগে বলা হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তিদের টুইটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযুক্তদের উস্কানিতেই আন্দোলনকারীরা লালকেল্লায় উপস্থিত হয় এবং ধর্মীয় ও অন্যান্য পতাকা উত্তোলন করা হয়। সাধারণ মানুষের কাছে পুলিশ ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেই এই অপপ্রচার পরিকল্পিতভাবে চালিয়েছে অভিযুক্তরা।’ যদিও নিজের বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি কংগ্রেস সাংসদ শশী থারুর।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version