Monday, May 5, 2025

মোদির উপস্থিতিতেই তাঁর কড়া সমালোচনায় সুদীপ বন্দ্যোপাধ্যায়

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পাশে বসে শুনে গেলেন তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)কীভাবে টানা তাঁর সমালোচনা করে গেলেন৷ সংসদের অধিবেশন ছাড়া বিরোধী দলের কোনও সাংসদ সম্ভবত এমন কাণ্ড ইদানিংকালে ঘটাতে পারেননি৷

নতুন কৃষি আইন (Farm Law) নিয়ে শনিবার ডাকা সর্বদল বৈঠকে নরেন্দ্র মোদির সামনেই দেশের প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের কঠোর এবং যুক্তিযুক্ত সমালোচনা করে গেলেন তৃণমূলের সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

শনিবারের সর্বদল বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহুর্তে দেশের সামনে সবচেয়ে বড় বিপদ কেন্দ্রের আনা কৃষি আইন। এই আইন নিয়ে প্রধানমন্ত্রীকে ‘সদর্থক’ ভূমিকা নিতে হবে। সুদীপ বলেন, তৃণমূল রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করতে চায় না। কিন্তু, যখন ২০টি বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, তখন সরকার এবং প্রধানমন্ত্রীর উচিত বিরোধীদের দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করা। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ বলে প্রধানমন্ত্রী কৃষকদের উপর ‘অবিচার’ করতে পারেন না৷ সুদীপ বলেন, তৃণমূল কংগ্রেস নিঃশর্তে বিতর্কিত ওই কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছে। তিনি প্রস্তাব দেন, প্রধানমন্ত্রী সংসদীয় নেতাদের পাশাপাশি সমস্ত দলের প্রধান নেতা বা নেত্রীকেও ডাকুন, তাঁদের কথা শুনুন৷ ওই বৈঠকেই কৃষি আইন নিয়ে চুলচেরা আলোচনা হোক। তা হলে গোটা দেশের কাছে ‘বার্তা’ যাবে যে, সরকার তথা প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করছে।
এদিকে তৃণমূল সূত্রে জানানো হয়েছে, কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলেও তারা লোকসভায় বাজেট ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবে।

আরও পড়ুন- কেরলের বিরুদ্ধে নামার আগে খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ বাগান কোচ হাবাসের

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version