Sunday, November 9, 2025

মোদির উপস্থিতিতেই তাঁর কড়া সমালোচনায় সুদীপ বন্দ্যোপাধ্যায়

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পাশে বসে শুনে গেলেন তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)কীভাবে টানা তাঁর সমালোচনা করে গেলেন৷ সংসদের অধিবেশন ছাড়া বিরোধী দলের কোনও সাংসদ সম্ভবত এমন কাণ্ড ইদানিংকালে ঘটাতে পারেননি৷

নতুন কৃষি আইন (Farm Law) নিয়ে শনিবার ডাকা সর্বদল বৈঠকে নরেন্দ্র মোদির সামনেই দেশের প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের কঠোর এবং যুক্তিযুক্ত সমালোচনা করে গেলেন তৃণমূলের সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

শনিবারের সর্বদল বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহুর্তে দেশের সামনে সবচেয়ে বড় বিপদ কেন্দ্রের আনা কৃষি আইন। এই আইন নিয়ে প্রধানমন্ত্রীকে ‘সদর্থক’ ভূমিকা নিতে হবে। সুদীপ বলেন, তৃণমূল রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করতে চায় না। কিন্তু, যখন ২০টি বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, তখন সরকার এবং প্রধানমন্ত্রীর উচিত বিরোধীদের দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করা। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ বলে প্রধানমন্ত্রী কৃষকদের উপর ‘অবিচার’ করতে পারেন না৷ সুদীপ বলেন, তৃণমূল কংগ্রেস নিঃশর্তে বিতর্কিত ওই কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছে। তিনি প্রস্তাব দেন, প্রধানমন্ত্রী সংসদীয় নেতাদের পাশাপাশি সমস্ত দলের প্রধান নেতা বা নেত্রীকেও ডাকুন, তাঁদের কথা শুনুন৷ ওই বৈঠকেই কৃষি আইন নিয়ে চুলচেরা আলোচনা হোক। তা হলে গোটা দেশের কাছে ‘বার্তা’ যাবে যে, সরকার তথা প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করছে।
এদিকে তৃণমূল সূত্রে জানানো হয়েছে, কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলেও তারা লোকসভায় বাজেট ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবে।

আরও পড়ুন- কেরলের বিরুদ্ধে নামার আগে খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ বাগান কোচ হাবাসের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version