Monday, May 5, 2025

বহিষ্কার প্রত্যাহার বিজেপির, স্বমহিমায় ফের রাজনীতিতে ফিরছেন কালোসোনা

Date:

দীর্ঘ ৮ মাস নির্বাসনে থাকার পর ফের স্বমহিমায় রাজনীতিতে ফিরতে চলেছেন বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল। দল বিরোধী কাজের জন্য গত বছর জুলাই মাসে কালোসোনা মন্ডলকে(Kalosona Mandal) বহিষ্কার করেছিল রাজ্য বিজেপি(BJP)। কালোসোনার পাশাপাশি বহিস্কৃত হয়েছিলেন বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রও। অবশেষে তাদের বহিষ্কার প্রত্যাহারের নির্দেশ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং জেলা সভাপতি ধ্রুব সাহা। ফলস্বরূপ নির্বাচনের প্রাক মুহূর্ত ফের এই নেতৃত্তের দলে ফেরার ঘটনায় বাড়তি অক্সিজেন পাচ্ছে বীরভূম(Birbhum) বিজেপি।

প্রসঙ্গত বীরভূম জেলা বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ এই কালোসোনা মন্ডল। রাজু পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকে তার জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পায় বীরভূমে। একাধিক সভামঞ্চে শাসক-বিরোধী তার ভাষণে আকৃষ্ট হন সাধারণমানুষ। তবে ২০২০ সালের জুলাই মাসে দল বিরোধী কাজের অভিযোগ ওঠে কালোসোনা মন্ডলকে গেছে তৎকালীন বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল দল থেকে বহিষ্কার করেন তাকে। তার পাশাপাশি বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রকেও বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:‘মান থাকলে তো হানি করা যায়!’ শুভেন্দুর নোটিশ পেয়ে অভিষেকের কড়া আইনি জবাব

যদিও তার নেতৃত্বে বীরভূমে বিজেপি যে শক্ত পায়ে দাঁড়িয়েছে তা কোনোভাবেই অস্বীকার করে না জেলা নেতৃত্ব। এমনকি বীরভূমের মনিরুল ইসলামের বিজেপি যোগদানের পর দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল কালোসোনাকে। দলের বাইরে থাকলেও বিজেপির জন্য নির্বিকার ভাবে কাজ করে গিয়েছেন তিনি, এমনটাই দাবি করে তার ঘনিষ্ঠ মহল। অবশেষে শনিবার তার বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করা হয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তরফে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version