Wednesday, November 12, 2025

বহিষ্কার প্রত্যাহার বিজেপির, স্বমহিমায় ফের রাজনীতিতে ফিরছেন কালোসোনা

Date:

দীর্ঘ ৮ মাস নির্বাসনে থাকার পর ফের স্বমহিমায় রাজনীতিতে ফিরতে চলেছেন বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল। দল বিরোধী কাজের জন্য গত বছর জুলাই মাসে কালোসোনা মন্ডলকে(Kalosona Mandal) বহিষ্কার করেছিল রাজ্য বিজেপি(BJP)। কালোসোনার পাশাপাশি বহিস্কৃত হয়েছিলেন বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রও। অবশেষে তাদের বহিষ্কার প্রত্যাহারের নির্দেশ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং জেলা সভাপতি ধ্রুব সাহা। ফলস্বরূপ নির্বাচনের প্রাক মুহূর্ত ফের এই নেতৃত্তের দলে ফেরার ঘটনায় বাড়তি অক্সিজেন পাচ্ছে বীরভূম(Birbhum) বিজেপি।

প্রসঙ্গত বীরভূম জেলা বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ এই কালোসোনা মন্ডল। রাজু পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকে তার জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পায় বীরভূমে। একাধিক সভামঞ্চে শাসক-বিরোধী তার ভাষণে আকৃষ্ট হন সাধারণমানুষ। তবে ২০২০ সালের জুলাই মাসে দল বিরোধী কাজের অভিযোগ ওঠে কালোসোনা মন্ডলকে গেছে তৎকালীন বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল দল থেকে বহিষ্কার করেন তাকে। তার পাশাপাশি বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রকেও বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:‘মান থাকলে তো হানি করা যায়!’ শুভেন্দুর নোটিশ পেয়ে অভিষেকের কড়া আইনি জবাব

যদিও তার নেতৃত্বে বীরভূমে বিজেপি যে শক্ত পায়ে দাঁড়িয়েছে তা কোনোভাবেই অস্বীকার করে না জেলা নেতৃত্ব। এমনকি বীরভূমের মনিরুল ইসলামের বিজেপি যোগদানের পর দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল কালোসোনাকে। দলের বাইরে থাকলেও বিজেপির জন্য নির্বিকার ভাবে কাজ করে গিয়েছেন তিনি, এমনটাই দাবি করে তার ঘনিষ্ঠ মহল। অবশেষে শনিবার তার বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করা হয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তরফে।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...
Exit mobile version