Wednesday, May 7, 2025

সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির(CWC) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগামী জুন মাসের মধ্যে নয়া সভাপতি নির্বাচন করবে দল। ২০২১ সালে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছিল সভাপতি নির্বাচনের এই পরিকল্পনা। এহেন পরিস্থিতিতে মাঝেই এবার পুনরায় জরুরী ভিত্তিতে রাহুল গান্ধীকে(Rahul Gandhi) দলের সভাপতি করতে রবিবার প্রস্তাব পাস করল দিল্লি কংগ্রেস কমিটি। শুধু দিল্লি কংগ্রেস(Delhi Congress) নয় একাধিক রাজ্যের প্রদেশ কমিটিগুলির তরফেও রাহুলকে পুনরায় সভাপতি করার দাবিতে সরব হয়ে ওঠে। সেই দাবীকে মান্যতা দিয়েই কংগ্রেস কমিটির তরফে নয়া এই প্রস্তাব পাস নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:মোদির রেডিওবার্তার পরেই পাল্টা চ্যালেঞ্জ কৃষকনেতা টিকায়েতের

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবির পর দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। ‌ আর কখনো তিনি সভাপতি হবেন না বলেও জানিয়ে দেন সেদিন। রাহুলের ইস্তফার পর আভ্যন্তরীণ সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী। তবে রাহুলে ভরসা নেই আকারে-ইঙ্গিতে এমনটা বুঝিয়ে দিয়ে দলের শীর্ষ ও বরিষ্ঠ নেতৃত্বের তরফে দলীয় সভাপতির জন্য নির্বাচনের দাবি উঠেছিল। কপিল সিব্বল, মণীশ তিওয়ারি, গোলাম নবী আজাদ সহ দলের ২৩ জন শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন খোদ সোনিয়া গান্ধী। সেই ঘটনার পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী জুন মাসে হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন। যদিও তার আগেই এবার রাহুলকে সভাপতি পদে দেখতে চেয়ে প্রস্তাব পাস করল দিল্লি কংগ্রেস।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version