Thursday, August 21, 2025

ক্ষমতায় আসার পর থেকেই মোদি (Narendra Modi) সরকারের স্লোগান “ডিজিটাল ইন্ডিয়া” (Digital India)! সম্ভবত সেই স্লোগানকে জোরালো করতেই এই প্রথম দেশের কোনও অর্থমন্ত্রী (Finance Minister) ডিজিটালি বাজেট (Budget) পেশ করলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Shitaraman) এই বাজেট ইতিমধ্যেই “পেপারলেস বাজেট” (Paperless Budget) নামে বিখ্যাত হয়ে গিয়েছে। যদিও এই পেপারলেস বাজেটকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ (MP) ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brien) নির্মলার বাজেটকে একশো শতাংশ “ভিশনলেস” (Vision less) বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য বাজেট ভুয়ো বাজেট। এই বাজেটের থিম ”সেল ইন্ডিয়া” (Sale India), অর্থাৎ, দেশকে বেচে দাও।

এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশের পর টুইট করে ডেরেক বলেন, রেল বিক্রি হয়ে গিয়েছে। বিমানবন্দর বিক্রি হয়ে গিয়েছে। বন্দর বিক্রি হয়ে গিয়েছে। বিমা বিক্রি হয়ে গিয়েছে। পাবলিক সেক্টর ইউনিটও বিক্রি হয়ে গিয়েছে। বাজেটে সাধারণ মানুষকে উপেক্ষা করা হয়েছে। উপেক্ষা করা হয়েছে কৃষকদের। এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কিচ্ছু নেই। গরিব আরও গরিব হবে। ধনী আরও ধনী হবে। যাকে বলে দিশাহীন বাজেট।

টুইটে তৃণমূল সাংসদের আরও দাবি, ২০১১ সাল পর্যন্ত ৩৯,৭০৫ কিমি গ্রামীণ রাস্তা ছিল। এরপর ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৮৮,৮৪১ কিমি রাস্তা আরও তৈরি হয়েছে। সড়ক নির্মাণে বাংলা একনম্বরে। বাংলা যা আগেই করে ফেলেছে, আজ তা নিয়ে কথা বলছে কেন্দ্র। কেন্দ্র আজকে বলছে, বাংলায় ৬২৫ কিমি নতুন রাস্তা তৈরি করবে। আর পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে ৫,১১১ কিমি এবং ২০১৯-এ ১,১৬৫ কিমি রাস্তা তৈরি করে ফেলেছে।

আরও পড়ুন-ভোট-দরবার মমতার: লোকসভার খামতি বিধানসভায় পুষিয়ে দেবেন উত্তরবঙ্গের মানুষ

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version