Wednesday, November 5, 2025

‘কৃষকরা নয়, পিছু হটতে হবে সরকারকেই’, হুঁশিয়ারি রাহুলের

Date:

দিল্লির অন্দরে কৃষকদের(Farmer) প্রবেশ ঠেকাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সরকার। সিংঘু সহ একাধিক সীমান্তে বিশাল ব্যারিকেডের পাশাপাশি কাঁটাতার ও পেরেক পোঁতা হয়েছে। সরকারের এহেন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এবার বিবৃতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। পাশাপাশি প্রশ্ন তুললেন ‘কেন এগুলি করছে মোদি সরকার(Modi government)? তবে কি তারা কৃষক আন্দোলনকে ভয় পাচ্ছে?’

বুধবার সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানালেন, ‘সরকারের কাজ কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো, ভয় দেখানো নয়। কৃষকরা দেশের শক্তি। তাদের মেরে, ধমক দিয়ে পিছু হটানো সরকারের কাজ নয়। সরকারের কাজ হওয়া উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করা।’ এরপর সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ‘কৃষকরা পিছু হটবে না। পিছু হটতে হবে সরকারকে।’ পাশাপাশি বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে সরকার এর বিরোধিতায় সরব হন রাহুল। বলেন, যদি সরকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের হাতে পয়সা দিত তাহলে দেশের অর্থনীতি ফের দ্রুতগতিতে নিজের জায়গায় ফিরে আসত। তবে সরকার সেটা না করে ভুল পথে হাঁটছে।

আরও পড়ুন:সৌদি আরবে ঢুকতে নিষেধাজ্ঞা ভারতীয়দের

উল্লেখ্য, শুরু থেকেই কৃষক আন্দোলনকে সমর্থন করে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কৃষকদের দাবির পক্ষে গিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন তিনি। যে তিনটি কৃষি আইন নিয়ে এত বিরোধ। অবিলম্বে সেগুলি বাতিল করার পাশাপাশি নতুন করে বিল আনার প্রস্তাব দিয়েছে কংগ্রেস। পাশাপাশি বিল নিয়ে বিস্তারিত আলোচনার পর তা পাস করানোর অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে আবার কৃষি আইন বাতিলের দাবিতে অনড় দেশের কৃষকরা ফের সরকারের ওপর চাপ বাড়াতে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version