Thursday, August 21, 2025

এবার মাদক মামলায় আটক করা হল সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ঋষিকেশ পাওয়ারকে

Date:

মাদক মামলায় গ্রেফতার হলেন ঋষিকেশ পাওয়ার। যিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ইতিমধ্যেই তাঁকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সম্প্রতি কিছুদিন ধরেই ঋষিকেশ পাওয়ারের খোঁজ চালাচ্ছিল NCB।

মাদক মামলায় সুশান্তের বন্ধু তথা সহ পরিচালক ঋষিকেশ পাওয়ারকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছেন NCB-র আধিকারিকরা। আগাম জামিনের জন্যও আবেদনও করেছিলেন তিনি। কিন্তু আদালত সে আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবার ঋষিকেশকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের পর ঋষিকেশের উত্তরে অসন্তুষ্ট ছিলেন NCB-র আধিকারিকরা। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, গত বছর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে মুম্বই পুলিশ এই মামলার তদন্ত শুরু করলেও পরে সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিহার পুলিশ। পরে সুশান্ত মামলার তদন্তভার যায় CID-র হাতে। মাদক মামলার তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাতে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁরা শর্ত সাপেক্ষে জামিন পান। জিজ্ঞাসাবাদের জন্য NCB দফতরে হাজিরা দিতে হয়েছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সারা আলি খান (Sara Ali Khan), শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), রকুলপ্রীত সিংকে (Rakul Preet Singh)। গ্রেফতার হয়েছিলেন কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। তাঁরাও জামিন পান। গ্রেফতারির পর জামিন পেয়েছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রাক্তন প্রোডিউসার ক্ষীতিশ প্রসাদ এবং প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রীও। এছাড়াও এনসিবি ডেকেছিল অর্জুন রামপালকেও (Arjun Rampal)। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাইকে। এরপর মঙ্গলবার গ্রেফতার করা হল সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ঋষিকেশ পাওয়ারকে। জানা যাচ্ছে, গত ৮ জানুয়ারি থেকে ঋষিকেশের খোঁজ চালাচ্ছিল NCB। তবে তিনি ফেরার ছিলেন।

আরও পড়ুন-৫ ফেব্রুয়ারি নন্দনে শুরু হচ্ছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version