Thursday, November 13, 2025

‘আত্মনির্ভরতা’কে ২০২০-র সেরা হিন্দি শব্দের স্বীকৃতি দিল অক্সফোর্ড

Date:

২০২০ সালে গোটা বছরজুড়ে বারবার ঘুরে ফিরে এসেছে শব্দটা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই আত্মনির্ভরতাকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ডাক দিয়েছেন আত্মনির্ভর ভারতের(Atmanirvar Bharta)। প্রধানমন্ত্রী সেই আত্মনির্ভরতাকে এবার স্বীকৃতি দিল অক্সফোর্ড অভিধান(Oxford dictionary)। শব্দটিকে বেছে নেওয়া হল ২০২০ সালের সেরা হিন্দি শব্দ হিসেবে। অক্সফোর্ডের দাবি অনুযায়ী, গত বছর এই শব্দটিই ছিল সবচেয়ে জনপ্রিয় হিন্দি শব্দ।

প্রতিবছর যে হিন্দি শব্দের মাধ্যমে দেশের সংস্কৃতি-ঐতিহ্য ভাবধারা এবং সমসাময়িক চিত্র ফুটে ওঠে সেই শব্দকে সেরার স্বীকৃতি দেয় অক্সফোর্ড। ২০২০ সালে কৃতিকা আগরওয়াল, পুনম নিগম সাহাই এবং ইমোজেন ফক্সওয়েলের নেতৃত্বে গঠিত অক্সফোর্ড অভিধানের ভাষা বিভাগের বিশেষ প্যানেল এই শব্দটিকে বছরের সেরা হিন্দি শব্দ হিসেবে বেছে নেয়। এদিন এক বিবৃতিতে অক্সফোর্ডের তরফে জানানো হয়েছে, করণা বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর্থিক প্যাকেজ ঘোষণার সময় আত্মনির্ভর শব্দটি ব্যবহার করেন। দেশবাসীকে নিজের উপর ভরসা ও সাহস সঞ্চয় করার ডাক দিয়েছিলেন তিনি। পর থেকেই গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন আত্মনির্ভরতা শব্দটি।

আরও পড়ুন:১৫ ঘণ্টা ধরে কৃষক আন্দোলন নিয়ে সরকার-বিরোধী আলোচনায় সহমত কেন্দ্র

তবে শব্দটি শুধুমাত্র আর্থিক প্যাকেজের আটকে থাকেনি। ভ্যাকসিন তৈরিতে কর্মসূচি, প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে আত্মনির্ভর ভারতের ট্যাবলো সহ প্রতিরক্ষা মহাকাশ গবেষণা কেন্দ্রের মতো দেশের নানান উদ্যোগ মূলক প্রকল্পে যোগ হয়েছে আত্মনির্ভরতা। তার ফলেই তাৎপর্যপূর্ণ এই শব্দকে ২০২০ সালের সেরা শব্দের তকমা দিয়েছে অক্সফোর্ড।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version