Wednesday, November 5, 2025

বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটির চাপে দিশাহীন ঘোষণা করল গিল্ড ।
শেষ পর্যন্ত ২০২১-এর কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে । কিন্তু দিন আজকেও ঘোষণা করতে পারলো না গিল্ড ।
এবার বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। মুজিবের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশকে নির্বাচন করেছে গিল্ড কর্তৃপক্ষ । বৃহস্পতিবার একথা ঘোষণা করেছে গিল্ড ।
এরই পাশাপাশি নেতাজির জন্মের ১২৫ তম বর্ষ এবং সত্যজিত রায়ের জন্মশত বর্ষও পালিত হবে বইমেলায়। কিন্তু এই পরিস্থিতিতে কত শতাংশ ছাড় পাবেন বইপ্রেমীরা? বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটির আয়োজনে হৃষিকেশ পার্কের বইমেলায় ২৫শতাংশ ছাড় পেয়েছেন বইপ্রেমীরা। যা তারা করে দেখাতে পারেন তা গিল্ড কেন পারে না? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিল্ড কর্তাদের যুক্তি, অনেক বড় আকারে এই বইমেলা হয়। ফলে খরচও অনেক বেশি ।তবু ছাড় দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করছে গিল্ড।
আগামী জুলাই মাসে চলতি বছরের বইমেলার আয়োজন করতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সেকথাই জানানো হয়েছে। যদিও ভরা বর্ষায় গিল্ডের এই সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। কারণ জুলাই মাসে বৃষ্টির সম্ভাবনা থাকে প্রবল।
করোনা অতিমারির জন্য সঠিক সময়ে বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি। গিল্ডের তরফে মেলা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল । জানানো হয়েছিল করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তা আয়োজনের চেষ্টা করা হবে। সেই মতো করোনার প্রকোপ কমতেই নতুন করে মেলার আয়োজনের দিনক্ষণ জানিয়ে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।
বৃহস্পতিবার গিল্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “পৃথিবীব্যাপী অতিমারীর কারণে আমরা ৪৫তম আন্তর্জাতিক বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আশা করা যায় দ্রুত আমরা এই অতিমারীর সংকট কাটিয়ে উঠতে পারব। ” তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই মেলার আয়োজন সম্ভব নয়। গিল্ড জানিয়েছে,”রাজ্যের নির্বাচন, আইসিএসসি, সিবিএসই, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচির কথা মাথায় রেখে আগামী জুলাই মাসে এই বইমেলার আয়োজন করা হবে। স্থান সেন্ট্রাল পার্ক, সল্টলেক।”
৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা মহামারির কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল গিল্ড। এখন পরিস্থিতি কিছুটা বদলানোতে ছোটো আকারে হলেও বইমেলার আয়োজন করতে চলেছে গিল্ড।
সংস্থার তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, আমরা সব নিয়মবিধি মেনেই বইমেলা করবো।ছাড়ের বিষয়টি ভাবনায় আছে। আর এক গিল্ড কর্তা সুধাংশুশেখর দে বলেন, বড় আকারে আয়োজন করতে হয় আমাদের । তাই আমরাও চেষ্টা করছি, ভাবছি বইপ্রেমীদের কথা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version